ইউরিয়া সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ

ইউরিয়া সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ

প্রতি কেজি ইউরিয়া সারে ৬টাকা বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কমিউনিস্ট পার্টি, দারিয়াপুর অঞ্চল কমিটি।

মঙ্গলবার (২ আগষ্ট) সন্ধ্যায় গাইবান্ধা সদর উপজেলা দারিয়াপুরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সদর উপজেলা সিপিবি’র সভাপতি কৃষক নেতা ছাদেকুল মাস্টার, দারিয়াপুর অঞ্চল কমিউনিস্ট পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টার, সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন প্রমুখ।

বক্তারা বলেন, ‘এমনিতেই দেশের মানুষ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির যাতাকলে পিষ্ট হচ্ছে, সরকারের ভুলনীতির কারণে বিদ্যুৎ সংকট চরমে তার উপর এবার কৃষক মারার ঘোষণা দিল সরকার।‘

সমাবেশ থেকে অবিলম্বে ইউরিয়া সারের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবি জানানো হয়। সেই সাথে সরকারের এই গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহবান জানায় নেতৃবৃন্দ।