শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

থিসিস জালিয়াতি রোধে হাইকোর্টের ৭ সদস্যের কমিটি গঠন

থিসিস জালিয়াতি রোধে হাইকোর্টের ৭ সদস্যের কমিটি গঠন

উচ্চ শিক্ষায় গবেষণা অভিসন্দর্ভের (থিসিস) জালিয়াতি রোধে নীতিমালা প্রণয়নে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। আগামী তিন মাসের মধ্যে এই কমিটিকে খসড়া নীতিমালা তৈরি করে আদালতে দাখিল করতে বলা হয়েছে।

 

কমিটির সদস্যরা হলেন, লেখক ও গবেষক অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাবির কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান সাইফুদ্দিন মো. তারেক, ঢাবির আইন বিভাগের অধ্যাপক নাকিব মো. নাসরুল্লা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, বুয়েটের কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি বিভাগের প্রধান মাহবুবা নাজনীন, বুয়েটের কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. মোস্তফা আকবর। এই কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান।

 

রোববার (১৪ আগস্ট) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান (লিংকন)। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

 

আদেশের পর রিটকারী আইনজীবী মো. মনিরুজ্জামান (লিংকন) সারাবাংলা বলেন, `উচ্চ শিক্ষায় গবেষণা জালিয়াতি রোধে নীতিমালা প্রণয়নে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। এই কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবেন ইউজিসির চেয়ারম্যান। এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে উচ্চ শিক্ষায় গবেষণা জালিয়াতি রোধে খসড়া নীতিমালা তৈরি করে আদালতে দাখিল করতে বলা হয়েছে।

এর আগে, গত ৩০ জানুয়ারি উচ্চ শিক্ষায় গবেষণা অভিসন্দর্ভের (থিসিস) জালিয়াতি রোধে পদক্ষেপ নিতে ঢাবি ও ইউজিসিকে দুই সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এরপর আদালতে প্রতিবেদন দাখিল করা হয়।

 

‘ঢাবি শিক্ষকের পিএইচডি গবেষণার ৯৮% নকল’ শিরোনামে ২০২০ সালের ২১ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে ২৩ জানুয়ারি হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান (লিংকন)।

 

 

ওই রিটের শুনানি নিয়ে একই বছরের ৪ ফেব্রুয়ারি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ও সমমানের ডিগ্রি কিভাবে অনুমোদন করা হয়, তা খতিয়ে দেখে তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে ইউজিসিকে নির্দেশ দেন।

 

একইসঙ্গে ‘ঢাবি শিক্ষকের পিএইচডি গবেষণার ৯৮% নকল’— এ বিষয়ে তদন্ত করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই আদেশ অনুসারে ঢাবি ও ইউজিসি আদালতে প্রতিবেদন দেন।

 

এরপর ঢাবির পিএইচডি গবেষণা অভিসন্দর্ভের (থিসিস) জালিয়াতি রোধে ঢাবি ও ইউজিসির কাছে এ বিষয়ে পদক্ষেপ জানতে চান আদালত। পরে ঢাবি ও ইউজিসি এ বিষয়ে কমিটি গঠন করে আদালতে প্রতিবেদন দাখিল করে।

 

সে বিষয়ে শুনানির ধারাবাহিকতায় আজ আদালত উচ্চ শিক্ষায় গবেষণা জালিয়াতি রোধে নীতিমালা প্রণয়নে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছেন।