শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

ভেন্টিলেটর খোলা হয়েছে

কথা বলতে পারছেন সালমান রুশদি

কথা বলতে পারছেন সালমান রুশদি

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির ভেন্টিলেটর খোলা হয়েছে। তিনি কথা বলতে সক্ষম হয়েছেন। তার এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি মার্কিন সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। সালমান রুশদি নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিবিসির খবর।

 

গত শুক্রবার শিটোকোয়া ইনস্টিটিউশনে বক্তৃতা দেওয়ার সময় এক ব্যক্তি মঞ্চে উঠে সালমান রুশদিকে একাধিক ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি শনিবার জানিয়েছিলেন, লেখক লাইফ সাপোর্টে রয়েছেন এবং তিনি এক চোখ হারাতে পারেন।

 

উল্লেখ্য যে, ৮০’র দশকে উপন্যাস ‘স্যাটানিক ভার্সেস’ প্রকাশের পর কট্টরপন্থী মুসলিমদের রোষানলে পড়েন রুশদি। তাকে হত্যার জন্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি ফতোয়া ও ৩ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিলেন।

 

এদিকে, সালমান রুশদিকে ছুরিকাঘাত করা ব্যক্তির নাম হাদি মাতার বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। তার বয়স ২৪ বছর। পুলিশ তাকে আটক করেছে। তবে সে নিজেকে নির্দোষ বলে দাবি করেছে। যদিও পুলিশ বলছে হামলাটি ছিল পূর্বপরিকল্পিত।