শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

কুয়াকাটা সৈকতে ‌ফের ভেসে এলো মৃত তিমি

কুয়াকাটা সৈকতে ‌ফের ভেসে এলো মৃত তিমি

কুয়‌াকাটা সমুদ্র সৈকতে ভে‌সে এসেছে তিমির পচা-গলা দেহ। শ‌নিবার সকা‌লে সমুদ্রতটে তিমিটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বনবিভা‌গের কর্মীরা ছু‌টে আসেন। ময়নাতদন্তের পর তিমিটিকে মাটিতে পুঁতে দেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গে‌ছে, তিমিটির দৈর্ঘ্য ৩৫ ফুট এবং প্রস্থ ১৪ ফুট। তিমিটি ফিন প্রজাতির বলে মনে করা হচ্ছে। প্রাথমিক অনুমান, বেশ কিছু দিন আগেই সমুদ্রে মৃত্যু হয়েছিল তিমিটির। ঢেউয়ে দেহটি ভেসে এসে সৈকতে আটকে যায়। 

দেহে পচন শুরু হওয়ায় সমুদ্রতটজুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। কীভাবে এটির মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। কারণ জানতে ময়নাতদন্ত করা প্র‌য়োজন বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের অনুমান, ট্রলার কিংবা জাহাজে ধাক্কা লাগার জেরে এটার মৃত্যু হয়েছে।

কুয়াকাটা সমুদ্র সৈকতে জোয়ারের সঙ্গে একইভা‌বে ভেসে এসেছিল একটি পূর্ণবয়স্ক ‘বেলিন’ জাতের তিমির অর্ধগলিত মৃতদেহ। সংরক্ষিত জাতীয় উদ্যানসংলগ্ন সৈকতে চল‌তি বছ‌রের ১৯ মে প্রায় ৪৫ ফুট লম্বা তিমিটির দেখা মেলে।

পর্যটকরা সূর্যোদয়ের দৃশ্য দেখার জন্য গঙ্গমতি লেকের কাছে যাওয়ার সময় এটি দেখতে পান। ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও পর্যটকদের ঢল নামে তিমিটি দেখতে।