শিরোনাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র ৪ঠা নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী : সিপিবি

দেশজুড়ে বৃষ্টির প্রবণতা কাল পর্যন্ত চলবে

দেশজুড়ে বৃষ্টির প্রবণতা কাল পর্যন্ত চলবে

প্রচণ্ড গরম শেষে আগস্টের শেষ দিক থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। এর ধারাবাহিকতা সেপ্টেম্বরের শুরুতেও দেখা যাচ্ছে। দেশজুড়ে বৃষ্টির এই প্রবণতা কাল সোমবার পর্যন্ত চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ রোববার সকালে  বলেন, ‘আজ ও কাল দেশজুড়ে বৃষ্টি হতে পারে।’

আজ-কালের পর মধ্যে এক-দুই দিন বিরতি দিয়ে আবার বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, একটা ভয়াবহ গরমের অনুভূতি অনেক দিন ধরে বিরাজ করছিল। দেশজুড়ে বৃষ্টির কারণে এখন তা সহনীয় পর্যায়ে নেমে এসেছে। চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত তাপমাত্রা মোটামুটি সহনীয় থাকবে।

আজ সকাল সাতটায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রাজধানীতে গতকাল ও আজ সকালে বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, রাজধানীর আকাশ আজ বিকেলের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। ঢাকায় কাল আবার বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল শনিবার দিবাগত রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২৪ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।