শিরোনাম
শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র ৪ঠা নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী : সিপিবি শব্দ দূষণ মুক্ত বাংলাদেশ গড়তে গ্রীন ভয়েসের ছাত্র-যুব সমাবেশ ও র‍্যালী গণ-অভ্যুত্থানে উত্তরায় আহত ১৪৬৭ এবং শহীদ ৮২ জন বিশেষ ট্রাইব্যুনালে বিচার, দুর্নীতি ও পাচারকৃত টাকা উদ্ধার এবং রোডম্যাপ ঘোষণার দাবি বামজোটের আমরা ফেসবুক গরম রাখতে ভালবাসি কালচারাল পলিটিক্স উছিলা সিনেমা মুক্তিযুদ্ধ, জাতীয় সংগীত ও সংবিধানের মূল ভিত্তির উপর আঘাতকারীদের ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান সিপিবির প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ'র স্মরণ সভা ছাত্র-জনতার অভ্যুত্থান’এ উত্তরার শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

রংপুরে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮, পরিচয় মিলেছে ৬ জনের

রংপুরে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮, পরিচয় মিলেছে ৬ জনের

রংপুরের তারাগঞ্জে মুখোমুখি সংর্ঘষে দুমড়েমুচড়ে যাওয়া একটি বাস

রংপুরের তারাগঞ্জে গতকাল রোববার রাতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট। এর মধ্যে ছয়জনের পরিচয় মিলেছে। এই ছয়জনের দুজন দুই বাসের চালকের সহকারী ও চারজন যাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের ইকরচালী হাজীপাড়া খারুভাজ সেতুর কাছে সৈয়দপুরগামী জোয়ানা পরিবহন ও ঢাকাগামী ইসলাম পরিবহনের বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত হন অর্ধশতাধিক। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উদ্ধারকাজ শেষ হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।

যে ছয়জনের পরিচয় মিলেছে তাঁরা হলেন জোয়ানা পরিবহনের চালকের সহকারী রংপুরের তারাগঞ্জের ঝাকুয়াপাড়া গ্রামের আনোয়ার হোসেন (৩৫) ও সয়ার কাজীপাড়া গ্রামের পল্লিচিকিৎসক আনিছুর রহমান (৪৮), ইসলাম পরিবহনের চালকের সহকারী লক্ষ্মীপুরের রায়পুরের নয়ন ইসলাম (২৬), নীলফামারীর সৈয়দপুরের কুন্দল পূর্বপাড়া গ্রামের মহসিন হোসেন সাগর (৪২) ও কামারপুকুর এলাকার জুয়েল হোসেন (২৭) এবং গাইবান্ধার উত্তর কিদারী এলাকার সাদেক আলী (৫৬)।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার নুরুজ্জামান বলেন, রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ভারী বৃষ্টির মধ্যে গাড়ির সামনের দুমড়েমুচড়ে যাওয়া অংশের রড কেটে আহত অন্তত ৫০ যাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় পাঁচজনের লাশ উদ্ধার করি আমরা।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহাবুব মোর্শেদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরাও আসেন। ভারী বৃষ্টির মধ্যেই উদ্ধারকাজ চালানো হয়েছে। দুর্ঘটনায় এ পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে।