ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর জ্বালানির সরবরাহ নিয়ে চরম বিপাকে পড়েছে ইউরোপের দেশগুলো। ক্রমবর্ধমান জ্বালানি খরচের হুমকি মোকাবিলায় ৬৫ বিলিয়ন ডলারের তহবিল ঘোষণা করেছে জার্মানি।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রবিবার জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ এ ব্যাপারে নানা পদক্ষেপ উল্লেখ করেছেন। তিনি জানান, দেশের নাগরিক এবং বাণিজ্যিক খাতকে স্বস্তি দিতেই জরুরি তহবিল গঠন হবে।
তিনি অভিযোগ করে বলেছেন, রাশিয়া আর বিশ্বাসযোগ্য ব্যবসায়িক অংশীদার নেই। সে কারণে জ্বালানির বিকল্প উৎস খুঁজতে হবে।
জার্মানিতে নতুন পরিকল্পনা অনুসারে, নিয়মিত ট্যাক্স প্রদানকারীরা পাবেন ৩০০ ডলারের জ্বালানি ভাতা। তাছাড়া, পরিবারের প্রত্যেক শিশুর জন্য এককালীন ১০০ ডলার বোনাস দেবে সরকার।
এছাড়াও আগামী কয়েক বছর পুরনো ঘরবাড়ি সংস্কারে ১৩ বিলিয়ন ডলার তহবিল রেখেছে জার্মান প্রশাসন।
সূত্র: বিবিসি।