শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

জ্বালানির মূল্যবৃদ্ধি, বিশাল অঙ্কের তহবিল ঘোষণা করল জার্মানি

জ্বালানির মূল্যবৃদ্ধি, বিশাল অঙ্কের তহবিল ঘোষণা করল জার্মানি

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর জ্বালানির সরবরাহ নিয়ে চরম বিপাকে পড়েছে ইউরোপের দেশগুলো। ক্রমবর্ধমান জ্বালানি খরচের হুমকি মোকাবিলায় ৬৫ বিলিয়ন ডলারের তহবিল ঘোষণা করেছে জার্মানি।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রবিবার জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ এ ব্যাপারে নানা পদক্ষেপ উল্লেখ করেছেন। তিনি জানান, দেশের নাগরিক এবং বাণিজ্যিক খাতকে স্বস্তি দিতেই জরুরি তহবিল গঠন হবে।

তিনি অভিযোগ করে বলেছেন, রাশিয়া আর বিশ্বাসযোগ্য ব্যবসায়িক অংশীদার নেই। সে কারণে জ্বালানির বিকল্প উৎস খুঁজতে হবে।

জার্মানিতে নতুন পরিকল্পনা অনুসারে, নিয়মিত ট্যাক্স প্রদানকারীরা পাবেন ৩০০ ডলারের জ্বালানি ভাতা। তাছাড়া, পরিবারের প্রত্যেক শিশুর জন্য এককালীন ১০০ ডলার বোনাস দেবে সরকার।  

এছাড়াও আগামী কয়েক বছর পুরনো ঘরবাড়ি সংস্কারে ১৩ বিলিয়ন ডলার তহবিল রেখেছে জার্মান প্রশাসন।
সূত্র: বিবিসি।