শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

নেত্রকোণায় সিপিবি’র সমাবেশে হামলা: কেন্দ্রীয় সাধারণ সম্পাদকসহ আহত ২০

নেত্রকোণায় সিপিবি’র সমাবেশে হামলা: কেন্দ্রীয় সাধারণ সম্পাদকসহ আহত ২০

নেত্রকোণার কলমাকান্দায় সিপিবি'র জনসভায় পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় সিপিবি'র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ডা. দিবালোক সিংহ সহ ২০ জনের অধিক আহত হয়েছেন।

আজ ৯ সেপ্টেম্বর বেলা ৩টায় জ্বালানী তেল, সার, যানবাহনের ভাড়া, নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে নেত্রকোণার কমলাকান্দা শহীদ মিনারে সিপিবি’র পূর্ব নির্ধারিত সমাবেশে ছাত্রলীগ হামলা করে এবং পুলিশ লাঠিচার্জ করে। ছাত্রলীগের হামলা ও পুলিশের লাঠিচার্জে সিপিবি'র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ডা. দিবালোক সিংহ সহ ২০ জনের অধিক আহত হয়েছেন।

এ বিষয়ে সিপিবি’র সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘পূর্বনির্ধারিত সমাবেশে ছাত্রলীগ ও পুলিশের হামলা ও লাঠিচার্জে আমাদের ২০ জনের অধিক নেতা-কর্মী আহত হয়েছেন। তারা সভাস্থলে হামলা করে মঞ্চ ও চেয়ার ভাংচুর করে। হামলার পর খালি গলায় বক্তব্য দিতেও বাঁধা দেয়া হয়েছে আমাকে।'

সিপিবি’র সহকারি সাধারণ সম্পাদক মিহির ঘোষ মুক্তি অনলাইনকে জানান, ‘ছাত্রলীগ ও পুলিশের হামলা ও লাঠিচার্জে আমাদের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় সদস্য ডাঃ দিবালোক সিংহসহ ১০ জনের বেশী নেতা-কর্মী আহত হয়েছেন। এ ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আজ সন্ধ্যা ৬টায় পুরানা পল্টন মোড়ে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রতিবাদ সমাবেশে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।'