নেত্রকোণার কলমাকান্দায় সিপিবি'র জনসভায় পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় সিপিবি'র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ডা. দিবালোক সিংহ সহ ২০ জনের অধিক আহত হয়েছেন।
আজ ৯ সেপ্টেম্বর বেলা ৩টায় জ্বালানী তেল, সার, যানবাহনের ভাড়া, নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে নেত্রকোণার কমলাকান্দা শহীদ মিনারে সিপিবি’র পূর্ব নির্ধারিত সমাবেশে ছাত্রলীগ হামলা করে এবং পুলিশ লাঠিচার্জ করে। ছাত্রলীগের হামলা ও পুলিশের লাঠিচার্জে সিপিবি'র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ডা. দিবালোক সিংহ সহ ২০ জনের অধিক আহত হয়েছেন।
এ বিষয়ে সিপিবি’র সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘পূর্বনির্ধারিত সমাবেশে ছাত্রলীগ ও পুলিশের হামলা ও লাঠিচার্জে আমাদের ২০ জনের অধিক নেতা-কর্মী আহত হয়েছেন। তারা সভাস্থলে হামলা করে মঞ্চ ও চেয়ার ভাংচুর করে। হামলার পর খালি গলায় বক্তব্য দিতেও বাঁধা দেয়া হয়েছে আমাকে।'
সিপিবি’র সহকারি সাধারণ সম্পাদক মিহির ঘোষ মুক্তি অনলাইনকে জানান, ‘ছাত্রলীগ ও পুলিশের হামলা ও লাঠিচার্জে আমাদের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় সদস্য ডাঃ দিবালোক সিংহসহ ১০ জনের বেশী নেতা-কর্মী আহত হয়েছেন। এ ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আজ সন্ধ্যা ৬টায় পুরানা পল্টন মোড়ে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রতিবাদ সমাবেশে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।'