শিরোনাম
নটরডেম কলেজের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস ধ্রুব’র অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি

ছাত্র ইউনিয়ন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ৫ম সম্মেলন অনুষ্ঠিত

আহম্মেদ মানিক সভাপতি, খালিদ আহমেদ রাজা সাধারণ সম্পাদক


ছাত্র ইউনিয়ন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ৫ম সম্মেলন অনুষ্ঠিত

"ব্যর্থ পঙ্গু খর্ব প্রাণের বিকল শাসন ভেঙে, নব আকাঙ্ক্ষা আশার স্বপনে হৃদয় মোদের রেঙে" এই স্লোগানকে সামনে রেখে গতকাল (৯ সেপ্টেম্বর, ২০২২) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় সংসদের ৫ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উদ্বোধন ঘোষনা করেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রেজোয়ান হক মুক্ত, সহ- সভাপতি হাসান ওয়ালী। সম্মেলনের আলোচনা পর্ব শেষে বিগত কমিটির সভাপতি মাসুদ মেসবাহ'র সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে আহম্মেদ মানিক কে সভাপতি, খালিদ আহমেদ রাজাকে সাধারণ সম্পাদক ও জিহাদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় সংসদের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচন করা হয়েছে।

নব নির্বাচিত কমিটির অন্যান্ন নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি শাওন বিশ্বাস, আকরাম হোসেন, সহকারী সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, দপ্তর সম্পাদক সুলতানা আক্তার পুনম, কোষাধ্যক্ষ ঐশ্বর্য্য ইকা, শিক্ষা ও গবেষণা মেহেরা রহমান সিমরান, সদস্য মেসবাহ মাসুদ, রায়হান হোসেন।

নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি রেজোয়ান হক মুক্ত।