শিরোনাম
মুক্তিযুদ্ধ, জাতীয় সংগীত ও সংবিধানের মূল ভিত্তির উপর আঘাতকারীদের ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান সিপিবির প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ'র স্মরণ সভা ছাত্র-জনতার অভ্যুত্থান’এ উত্তরার শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় সন্তানের নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন অভিভাবকবৃন্দের শোক সমাবেশ কোটা ব্যবস্থার সংস্কারের পাশাপাশি রাষ্ট্রের সংস্কারের দাবি ছাত্র ইউনিয়নের ‘‘স্থায়িত্বশীল নগরায়ন: সমস্যা ও সমাধান’’ বিষয়ক বাপা’র পুস্তিকা উম্মোচন ৬-৮ জুন ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলন ফার্মগেটের আনোয়ারা উদ্যান ফিরিয়ে দিতে ৩০ দিনের আল্টিমেটাম কর্মসংস্থানবান্ধব বাজেটের দাবিতে যুব ইউনিয়ন এর সেমিনার সিপিবি’র “বাজেট : গণমানুষের ভাবনা” শীর্ষক আলোচনা সভা

গাইবান্ধায় সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

গাইবান্ধায় সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক মোঃ অলিউর রহমানের সভাপতিত্বে  সমাজিক-সম্প্রীতি সমাবেশ ২৯ই সেপ্টেম্বর ২০২২ইং বৃহস্পতিবার  সকাল ৯.৩০ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমিতে  অনুষ্ঠিত হয়। 

সম্প্রীতি সমাবেশে গাইবান্ধা জেলার ইমাম সমিতি, পুজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর নেতৃবৃন্দ,  বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও  সাংবাদিক নেতৃবৃন্দ  অংশগ্রহণ করেন। 

সম্প্রীতি সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার জনাব তৌহিদুল ইসলাম, ব্ক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলার চেয়ারম্যান জনাব লতিফ প্রধান, গাইবান্ধা জেলা পুজা উদযাপন পরিষদ এর সভাপতি অধ্যাপক পরেশ চন্দ্র সরকার, জেলা ইমাম সমিতির সভাপতি,  শিক্ষাবিদ মাজহারুল মান্নান, শিক্ষাবিদ জহুরুল কাইয়ুম, গাইবান্ধা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এর সভাপতি রনজিৎ বকসি্ সূর্য, মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা,গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সভাপতি রেজাউল হক,  পুরোহিত কল্যাণ সমিতির উপদেষ্টা কালিপদ মুখার্জি, খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধি এমিলি, গোবিন্দগঞ্জ ইমাম সমিতির সভাপতিসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক -সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। 

সম্প্রীতি সমাবেশে ২০২২ এ আসন্ন দুর্গা পূজাসহ সারাবছর সকল সম্প্রদায়ের মধ্যে একে অপরের  সামাজিক সম্প্রীতি উন্নয়ন ও সামজিকভাবে সবার ভাতৃত্বমূলক ভালোবাসা বজায় থাকার বিষয় নিয়ে আলোচনা হয়।  

সমাবেশে বক্তারা বলেন,  'প্রতিবছর জেলা প্রশাসন এমন উদ্যোগ নিলে সামাজিক -সম্প্রীতি আরো দৃঢ় হবে'।