শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহরগুলোতে একযোগে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে। এতে আহত হয়েছেন ৯৭ জন। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, হামলার পর ক্ষতিগ্রস্ত ভবন ও স্থাপনায় এক হাজারেরও বেশি উদ্ধারকর্মী কাজ করেছেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো টেলিগ্রাম পোস্টে শহরের ক্ষয়ক্ষতির একটি প্রাথমিক তালিকা দিয়েছেন। এর মধ্যে রয়েছে, ৪৫টি আবাসিক ভবন, পাঁচটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও সেবাদানকারী প্রতিষ্ঠান।

ক্ষেপণাস্ত্র হামলার কবলে পড়েছে কিয়েভের শিক্ষাপ্রতিষ্ঠানও। কিয়েভের মেয়র বলেছেন, হামলায় ৩টি বিদ্যালয়, একটি কিন্ডারগার্টেন ও দুটি সহশিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া রুশ ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচটি চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠানেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে সংযোগকারী কার্চ সেতুতে বিস্ফোরণের জন্য মস্কো ইউক্রেনকে দায়ী করার এক দিন পর সোমবার সকালে এ হামলা হয়। গত শনিবার সেতুতে বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়। রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেন।

হামলার বিষয়ে সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের জ্বালানি, সামরিক ও যোগাযোগ অবকাঠামো লক্ষ করে আজ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এ হামলা চালানো হয়েছে গত শনিবার ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে যোগাযোগের সেতুতে হামলার জবাব হিসেবে।