শিরোনাম
নটরডেম কলেজের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস ধ্রুব’র অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি

ধানমন্ডিতে সড়কে ভিকারুননিসা স্কুলের শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভ

ধানমন্ডিতে সড়কে ভিকারুননিসা স্কুলের শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভ

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি শাখার শিক্ষার্থী ও অভিভাবকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে ধানমন্ডির অরচার্ড পয়েন্টের সামনে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বেলা দুইটার দিকেও সেখানে বিক্ষোভ চলছে। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বেলা বলেন, শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকেরাও বিক্ষোভে অংশ নিয়েছেন। তাঁদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য বোঝানো হচ্ছে। কিন্তু তাঁরা সড়ক ছাড়ছেন না।

পুলিশ বলছে,  দুপুর ১২টার দিকে ভিকারুননিসা নূনের ধানমন্ডি শাখা থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে অবস্থান নেন অভিভাবকেরাও। তারপর তাঁরা মিরপুর সড়কে অবস্থান নেন। সেখানে তাঁরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে স্লোগান দিচ্ছেন।