শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

ধানমন্ডিতে সড়কে ভিকারুননিসা স্কুলের শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভ

ধানমন্ডিতে সড়কে ভিকারুননিসা স্কুলের শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভ

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি শাখার শিক্ষার্থী ও অভিভাবকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে ধানমন্ডির অরচার্ড পয়েন্টের সামনে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বেলা দুইটার দিকেও সেখানে বিক্ষোভ চলছে। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বেলা বলেন, শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকেরাও বিক্ষোভে অংশ নিয়েছেন। তাঁদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য বোঝানো হচ্ছে। কিন্তু তাঁরা সড়ক ছাড়ছেন না।

পুলিশ বলছে,  দুপুর ১২টার দিকে ভিকারুননিসা নূনের ধানমন্ডি শাখা থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে অবস্থান নেন অভিভাবকেরাও। তারপর তাঁরা মিরপুর সড়কে অবস্থান নেন। সেখানে তাঁরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে স্লোগান দিচ্ছেন।