শিরোনাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র ৪ঠা নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী : সিপিবি

১ম আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব

চ্যাম্পিয়ন স্টামফোর্ড, রানারআপ সাউথইস্ট

শহীদ রাজুর সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত শিক্ষাঙ্গন গড়ার লড়াই অব্যহত রাখার প্রত্যয়


চ্যাম্পিয়ন স্টামফোর্ড, রানারআপ সাউথইস্ট

গত ১৮-১৯ আগষ্ট, ২০২৩ রাজু বিতর্ক অঙ্গনের উদ্যোগে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ১ম আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় বির্তক উৎসব অনুষ্ঠিত হয়। যুক্তিতে মুক্তির গান গাই এই স্লোগানকে ধারণ করে ৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিতর্কের দল বিতর্কের এই মহা উৎসবে অংশগ্রহণ করে। গতকাল (১৮ আগষ্ট,২০২৩) শুক্রবার সকাল ১০.৩০ মিনিটে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই বির্তক উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম এম আকাশ। এসময়ে উপস্থিত ছিলেন রাজু বিতর্ক অঙ্গনের সাবেক সংগঠক মোঃ ফয়েজ উল্লাহ।

কয়েক পর্বের তর্কযুদ্ধ পেরিয়ে এই আয়োজনে বিজয়ী হন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় এবং রানারআপ হন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়। টুর্নামেন্টে সেরা বিতার্কিক নির্বাচিত হন সাউথইস্ট বিশ্ববিদ্যালয় বিতার্কিক নাফিস জয়।

আজ (১৯ আগষ্ট, ২০২৩) সকাল ১১টায় রাজু বিতর্ক অঙ্গনের সংগঠক রেজোয়ান হক মুক্ত'র সভাপতিত্বে ও সংগঠক হাসান ওয়ালীর সঞ্চালনায় সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে বক্তব্য রাখেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান , শহীদ মঈন হোসেন রাজুর সহযোদ্ধা হাসান হাফিজুর রহমান সোহেল ও তাহমিদুজ্জামান সোয়েবসহ প্রমুখ। আলোচনা পর্বে শহীদ মঈন হোসেন রাজু সাম্যের সমাজ গড়ার স্বপ্ন এবং সন্ত্রাস এবং দখলদারিত্বমুক্ত শিক্ষাঙ্গন গড়ার লড়াই অব্যহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিবৃন্দ।