এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে বাংলাদেশের ব্রোঞ্জ

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে বাংলাদেশের ব্রোঞ্জ

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শেষ ওভারে ২০ রানের সমীকরণ মিলিয়ে অবিশ্বাস্য জয় পেয়েছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ব্রোঞ্জপদক জিতেছে তারা।

বৃষ্টিতে দুই ঘণ্টারও বেশি সময় পর শুরু হয় খেলা। টস হেরে আগে ব্যাট করা পাকিস্তান ৫ ওভারে ৪৮ রান করার পর আবার নামে বৃষ্টি। ফলে সেখানেই তাদের ইনিংসের সমাপ্তি ঘোষণা করা হয়। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫ ওভারে ৬৫ রান।

শেষ বলের ওই বাউন্ডারির আগে শেষ ওভারের নায়ক ইয়াসির আলি চৌধুরি। প্রথম চার বলে ২ ছক্কাসহ ১৬ রান তোলেন তিনি। পঞ্চম বলে ইয়াসির আউট হয়ে গেলে বাকিটা সারেন রকিবুল।

ইয়াসির-রকিবুলদের আগে গেমসের নারী ক্রিকেটেও ব্রোঞ্জ জেতে নিগার সুলতানার নেতৃত্বাধীন দল। 

রান তাড়ায় প্রথম ওভারেই খালি হাতে ড্রেসিং রুমে ফেরেন জাকির হাসান, সাইফ হাসান। তৃতীয় উইকেট জুটিতে পাল্টা আক্রমণ শুরু করেন ইয়াসির, আফিফ হোসেন। দুজন মিলে ২২ বলে যোগ করেন ৪৪ রান। 

চতুর্থ ওভারের শেষ বলে ফেরেন ৩ চার ও ১ ছক্কায় ১১ বলে ২০ রান করা আফিফ। পুরো দায়িত্ব পড়ে আগের ম্যাচগুলিতে সুযোগ না পাওয়া ইয়াসিরের কাঁধে। 

শেষ ওভারের প্রথম বলে লং অন দিয়ে ছক্কা মারেন ইয়াসির। এক বল পর ফের ডিপ কভারের ওপর দিয়ে মারেন আরেক ছক্কা। এর আগে-পরের দুই বলেই নেন ২ রান করে। যা সহজ করে সমীকরণ। 

পঞ্চম বলে ফের বড় শটের চেষ্টায় বোল্ড হন ৩ চার ও ২ ছক্কায় ১৬ বলে ৩৪ রান করা মিডল-অর্ডার ব্যাটসম্যান।  

ম্যাচের প্রথমভাগে পাকিস্তানকে ৫ ওভারে পঞ্চাশ ছুঁইছুঁই পুঁজি এনে দেন মির্জা বেইগ, খুশদিল শাহ। ১৮ বলে ৩২ রানে অপরাজিত থাকেন বেইগ। খুশদিল করেন ১০ বলে ১৪ রান। 

বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নেন রকিবুল। 

একই মাঠে স্বর্ণ পদকের লড়াইয়ে নামবে ভারত, আফগানিস্তান।  

সংক্ষিপ্ত স্কোর: 

পাকিস্তান৫ ওভারে ৪৮/১ (বেইগ ৩২*, খুশদিল ১৪, ইউসুফ ১*; রিপন ২-০-২০-০, রকিবুল ২-০-১২-১, আফিফ ১-০-১৫-০) 

বাংলাদেশ৫ ওভারে ৬৫/৪ (জাকির ০, আফিফ ২০, সাইফ ০, ইয়াসির ৩৪, জাকের ০*, রকিবুল ৪*; আরশাদ ২-০-১৪-৩, আরাফাত ১-০-১৫-০, সুফিয়ান ২-০-১২-০) 

ফলডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে বাংলাদেশ ৬ উইকেটে জয়ী