শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

সাম্প্রদায়িক প্রতিহিংসায় বন্ধু হারানোর বেদনার গান ‘নিরঞ্জনের গল্প’

সাম্প্রদায়িক প্রতিহিংসায় বন্ধু হারানোর বেদনার গান ‘নিরঞ্জনের গল্প’

দূর্গাপূজা উপলক্ষ্যে সংগীতশিল্পী সাহস মোস্তাফিজের গান ‘নিরঞ্জনের গল্প’ ১৯ অক্টোবর ‘আজব রেকর্ডস’ এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে মুক্তি পেয়েছে।

নিজের কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন সাহস মোস্তাফিজ, সংগীতায়োজনে ছিলেন রফিকুল ইসলাম ফরহাদ। গানের ভিডিওচিত্র পরিচালনা করেছেন মনিফা মোস্তাফিজ মন।

সাম্প্রদায়িক প্রতিহিংসায় বন্ধু হারানোর বেদনার গান ‘নিরঞ্জনের গল্প’। গানটির বিষয়ে শিল্পী তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এটা ভীষণ এক আক্ষেপের গল্প। ভীষণ আবেগের একটা গল্প। নিরঞ্জন আমার আপনার ভেতরে থাকা সত্ত্বা, যাকে হত্যা করা হয়েছে, হচ্ছে; প্রতিনিয়ত। ধর্মীয় সহিংসতার বিরুদ্ধে আমার এই প্রতিবাদ পৌঁছে যাক নিরঞ্জনের প্রতিটি বন্ধুর কাছে।’

গানের ইউটিউব লিংক: https://youtu.be/2l0SY4htEpU?si=VmkstQexhXFwAdR7