শিরোনাম
অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র

গার্মেন্ট শ্রমিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

গার্মেন্ট শ্রমিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

১ নভেম্বর ২০২৩ সকাল ১১টায় ‘বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের কর্মসূচি পালন শেষে মজুরি বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়।
“শ্রমিক হত্যার বিচার করÑ নিম্নতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণা কর” দাবিতে সংগঠনের সভাপতি শ্রমিকনেতা ইদ্রিস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, এম. এ শাহীন, সাইফুল্লাহ আল মামুন, জালাল হাওলাদার, জয়নাল আবেদীন প্রমুখ।
 সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এমন সময় মালিক পক্ষের ১০,৪০০ টাকা  নিম্নতম মজুরির প্রস্তাব, শ্রমিকদের উপর বর্বরোচিত গুলিবর্ষণ এবং হত্যাকান্ড শ্রমিকদের ন্যায়সঙ্গত শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্নখাতে প্রভাবিত করার ষড়যন্ত্র। শ্রমিকদের উপর দমন নির্যাতন বন্ধ করে ন্যায্য দাবি মেনে নিয়ে শিল্পে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য নেতৃবৃন্দ জোর দাবি জানান।