শিরোনাম
মুক্তিযুদ্ধ, জাতীয় সংগীত ও সংবিধানের মূল ভিত্তির উপর আঘাতকারীদের ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান সিপিবির প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ'র স্মরণ সভা ছাত্র-জনতার অভ্যুত্থান’এ উত্তরার শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় সন্তানের নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন অভিভাবকবৃন্দের শোক সমাবেশ কোটা ব্যবস্থার সংস্কারের পাশাপাশি রাষ্ট্রের সংস্কারের দাবি ছাত্র ইউনিয়নের ‘‘স্থায়িত্বশীল নগরায়ন: সমস্যা ও সমাধান’’ বিষয়ক বাপা’র পুস্তিকা উম্মোচন ৬-৮ জুন ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলন ফার্মগেটের আনোয়ারা উদ্যান ফিরিয়ে দিতে ৩০ দিনের আল্টিমেটাম কর্মসংস্থানবান্ধব বাজেটের দাবিতে যুব ইউনিয়ন এর সেমিনার সিপিবি’র “বাজেট : গণমানুষের ভাবনা” শীর্ষক আলোচনা সভা

আওয়ামীলীগকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে- সোলেয়মান সেলিম

আওয়ামীলীগকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে- সোলেয়মান সেলিম

কোটা সংস্কার আন্দোলনে দল হিসেবে আওয়ামী লীগের নানা দুর্বলতা বেরিয়ে এসেছে। দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর দুর্বলতা চিহ্নিত করে তা সমাধানের সকলকে ঐক্যবদ্ধভাবে  এগিয়ে আসার আহবান জানান ঢাকা-০৭ আসনে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য সোলেয়মান সেলিম ।

বৃহস্পতিবার(২৫ জুলাই) সকালে লালবাগে মদিনা টাওয়ারে সাংসদের কার্যালয়ে আওয়ামীলীগ সহ তার  সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা কর্মীদের নিয়ে যৌথ সমন্বয় সভায় এসব নির্দেশনা দেন তিনি । সভায় আওয়ামীলীগের লালবাগ, চকবাজার, বংশাল ও কোতোয়ালি থানা নেতৃবৃন্দ সহ আওয়ামীলীগের বিভিন্ন ভ্রাতৃপ্রতিম সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

এসময় সোলেয়মান সেলিম বলেন , ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে স্বাধীনতা বিরোধী অপশক্তি ঢাকা সহ সারাদেশে যে তাণ্ডব চালিয়েছে।  জামাত-বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দিতে এখনও অপতৎপরতা চালিয়ে যাচ্ছে । ক্ষমতাশীন দল হিসাবে আমরা শিবির ও ছাত্রদলের  সহিংসতার সময় আমাদের সব নেতাকর্মীকে মাঠে রাখতে না পারাটাই আমাদের ব্যর্থতা।

তিনি আরো বলেন ,দলা-দলীর  রাজনীতি বন্ধ করে আমাদের দলকে আরও শক্তিশালী করতে হবে । প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীর অবস্থান নিশ্চিত করতে হবে। দলের কোন্দল মিটিয়ে ফেলতে হবে। এখন সব বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।