শিরোনাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র ৪ঠা নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী : সিপিবি

সমন্বয়কদের আটক করে বিবৃতি আদায় করা হয়েছে-ছাত্র ইউনিয়ন

সমন্বয়কদের আটক করে বিবৃতি আদায় করা হয়েছে-ছাত্র ইউনিয়ন

সারা দেশে চলমান ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি কার্যালয়ে আটক করে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায় করার অভিযোগ তুলে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

 

 

সোমবার (২৯ জুলাই) সংগঠনটির দপ্তর সম্পাদক মেরাজ খান আদরের পাঠানো এক বিবৃতিতে সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

 

 

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমের তথ্যমতে, বিগত ১১ দিনে ৯ হাজার শিক্ষার্থী গ্রেপ্তারের শিকার হয়েছে। এরইমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দ্বিতীয় দফায় তুলে নিয়ে গিয়ে পুলিশের গোয়েন্দা শাখা কার্যালয়ে স্ক্রিপ্টেড বিবৃতির মাধ্যমে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করেছে। জাতিসংঘের কনভেশনের সিদ্ধান্ত লঙ্ঘন করে ১৭ বছর বয়সী শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে ৭ দিনের রিমাণ্ডে পাঠানো হয়েছে।

 

 

 

এতে আরও বলা হয়, আন্দোলন এখন শুধু কোটা পদ্ধতির সংস্কারে সীমাবদ্ধ নেই। আমরা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে দেশের আপামর শিক্ষার্থী, বিবেকবান জনতা এবং প্রগতিশীল ধারার রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে যুগপৎ লড়াইয়ের আহ্বান জানাই। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার স্বৈরাচারবিরোধী সংগ্রামী অতীতের দায়বদ্ধতা থেকে কখনোই পিছু হটবে না এবং দেশ ও দেশের মানুষের পক্ষে প্রাণান্ত সংগ্রাম অব্যাহত রাখবে।