শিরোনাম
মুক্তিযুদ্ধ, জাতীয় সংগীত ও সংবিধানের মূল ভিত্তির উপর আঘাতকারীদের ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান সিপিবির প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ'র স্মরণ সভা ছাত্র-জনতার অভ্যুত্থান’এ উত্তরার শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় সন্তানের নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন অভিভাবকবৃন্দের শোক সমাবেশ কোটা ব্যবস্থার সংস্কারের পাশাপাশি রাষ্ট্রের সংস্কারের দাবি ছাত্র ইউনিয়নের ‘‘স্থায়িত্বশীল নগরায়ন: সমস্যা ও সমাধান’’ বিষয়ক বাপা’র পুস্তিকা উম্মোচন ৬-৮ জুন ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলন ফার্মগেটের আনোয়ারা উদ্যান ফিরিয়ে দিতে ৩০ দিনের আল্টিমেটাম কর্মসংস্থানবান্ধব বাজেটের দাবিতে যুব ইউনিয়ন এর সেমিনার সিপিবি’র “বাজেট : গণমানুষের ভাবনা” শীর্ষক আলোচনা সভা

প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ'র স্মরণ সভা

জাতীয় সম্পদ রক্ষা ও মানব মুক্তির সংগ্রাম এগিয়ে নেবার আহ্বান


প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ'র স্মরণ সভা

তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রয়াত প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ'র নাগরিক স্মরণ সভায় নেতৃবৃন্দ জাতির পক্ষ থেকে শহীদুল্লাহ'র প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, এদেশের স্থাপত্য শিল্প, জাতীয় সম্পদ রক্ষা এবং মানব মুক্তির আন্দোলনে তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে । তর জীবনাচার সবার জন্য শিক্ষনীয়।
নেতৃবৃন্দ বলেন, দেশের সম্পদ বেহাত হয়ে গেছে, সুন্দরবন ধ্বংসকারী রামপাল প্রকল্প বহাল আছে। বিদ্যুৎ খাতকে লুটপাটের ক্ষেত্র করা হয়েছে। সমুদ্রের সম্পদ যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে না। এর বিরুদ্ধে লড়াই গড়ে তুলতে হবে।
 জাতীয় সম্পদ রক্ষায় নবতর পর্যায়ে আন্দোলন গড়ে তুলে ও মানব মুক্তির সংগ্রাম আগ্রসর করেই শহিদুল্লাহ ভাই এর প্রতি শ্রদ্ধা জানাতে হবে।
আজ ৩ সেপ্টেম্বর ২০২৪ বিকেল ৪ টায় ইন্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অধ্যাপক এম এম আকাশ এর সভাপতিত্বে জাতীয় কমিটি আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক এম শামসুল আলম, অধ্যাপক আকমল হোসেন , সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, জাতীয় গন ফ্রন্টের টিপু বিশ্বাস, কমিউনিস্ট লীগের ইকবাল কবির জাহিদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গনতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু,গনস়ংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, বাসদ(মার্ক্সবাদী)'র মাসুদ রানা, সাম্যবাদী আন্দোলনের শুভ্রাংশু চক্রবর্তী, নয়া গন মঞ্চের জাফর হোসেন, বাসদ(মাহবুব) এর মহিন উদ্দিন চৌধুরী লিটন , জাতীয় মুক্তি কাউন্সিলের ফয়জুল হাকিম, জাতীয় গনমন্চের মাসুদ খান, শেখ মুহাম্মদ শহীদুল্লাহ'র পরিবারের পক্ষে তাঁর সন্তান এস এম সাহিক মাহমুদ রনি, খোরশেদ আলম আসাদুজ্জামান বেলাল, প্রমুখ।
স্মরণ সভা পরিচালনা করেন, খান আসাদুজ্জামান মাসুম ও আলমগীর কবির।
সডার আগে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রয়াত শেখ মুহাম্মদ শহীদুল্লাহ'র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হয়।
এছাড়া তাঁর উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন ও সংগীত পরিবেশন করা হয়।
সভার শুরুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের মধ্য দিয়ে শহীদুল্লাহ ভাই এর প্রতি শ্রদ্ধা জানান হয় ।