শিরোনাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র ৪ঠা নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী : সিপিবি

কবি নজরুল কলেজের শিক্ষক নেতা হলেন মিলকী

কবি নজরুল কলেজের শিক্ষক নেতা হলেন মিলকী

রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে ১৭তম শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সাধারণ সম্পাদক পদে উন্মুক্ত ভোটে ৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক মিলকী আমাতুল মুগনী। সোমবার (৩০ সেপ্টেম্বর) কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান‌, কোষাধ্যক্ষ পদে গণিত বিভাগের প্রভাষক গুলজার হোসেন শিবলী, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা হক এবং দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তাইমুর হোসেন।

 

এছাড়াও নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইসলাম শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ মোহাম্মদ কামরুল আহসান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হোসনে আরা বেগম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রকি ঘোষ, ইংরেজি বিভাগের প্রভাষক মোছাঃ নুরুন নাহার এবং ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মাকসুদা পারভীন।

 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এ.বি.এস.এ সাদী মোহাম্মদ। এছাড়াও নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ নাসির উদ্দিন এবং আইসিটি বিভাগের প্রভাষক আফিয়া সুলতানা স্বর্না।