শিরোনাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র ৪ঠা নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী : সিপিবি

অ্যাভাটার টু: মুক্তি পেয়েছে টিজার

অ্যাভাটার টু: মুক্তি পেয়েছে টিজার

হলিউড নির্মাতা জেমস ক্যামেরনের আলোচিত সিনেমা ‘অ্যাভাটার’। ২০০৯ সালে মুক্তির পর সিনেমাটি বিশ্বব্যাপী দারুণ সাড়া ফেলেছিল; তৈরি করেছিল রেকর্ড। তারপর দীর্ঘ প্রতীক্ষা! অবশেষে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটির সিক্যুয়েল। ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ শিরোনামে মুক্তি পাবে সিনেমাটি।

সোমবার (৯ মে) মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার। ১ মিনিট ৩৮ সেকেন্ড দৈর্ঘ্যের এ টিজারে চমক দিয়েছেন পরিচালক। দেখা মিলেছে সেই জেক, নেয়তিরি ও তাদের সংসার। সাগর ড্রাগন দেখতে কেমন তাও দেখিয়েছেন এই নির্মাতা। যা দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। প্রযোজনা প্রতিষ্ঠানের টুইটারে শেয়ার করা টিজারটির এ পর্যন্ত ভিউ হয়েছে দেড় কোটির বেশী।

সিনেমাটিতে অভিনয় করেছেন—সালদানা, সিগোর্নি ওয়েভার, স্যাম ওরদিংটন, স্টিফেন ল্যাং, মিশেল রড্রিগেজ ও ওনা চ্যাপলিন। আরও রয়েছেন কেট উইন্সলেট। ‘টাইটানিক’ সিনেমার (১৯৯৭) দুই দশকের বেশি সময় পর জেমস ক্যামেরনের সঙ্গে আবার কাজ করছেন অস্কারজয়ী এই অভিনেত্রী।

গত বছরের শেষের দিকে ‘অ্যাভাটার টু’ সিনেমা মুক্তির কথা থাকলেও তা হয়নি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বর মুক্তি পাবে এটি। এ বিষয়ে পরিচালক জেমস ক্যামেরন বলেন—করোনার কারণে সাড়ে চার মাস সিনেমাটির প্রোডাকশনের কাজ বন্ধ ছিল। এতে অনেকটা সময় নষ্ট হয়েছে।

টিজারের টুইটার লিংকঃ https://twitter.com/20thcentury/status/1523664163423154176?s=20&t=sDx3Zx6lB8FP2ewJSZEHVQ