শিরোনাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র ৪ঠা নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী : সিপিবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন

মাসুদ কিবরিয়া সভাপতি ও পরমা মোস্তফা সাধারণ সম্পাদক


রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। মাসুদ কিবরিয়াকে সভাপতি, পরমা মোস্তফাকে সাধারণ সম্পাদক এবং তাওসিফ ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

‘রক্তে আমার সাগর দোলার ছন্দ চাই, অশুভের সাথে আপোষবিহীন দ্বন্দ্ব চাই’ এই স্লোগানকে ধারণ করে শনিবার (২৬ অক্টোবর) সকালে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাবি সংসদের ৩২তম কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন রাবি সংসদের সদ্য সাবেক সভাপতি শাকিলা খাতুন।

কাউন্সিল অধিবেশন থেকে সর্বসম্মতিক্রমে মাসুদ কিবরিয়াকে সভাপতি, পরমা মোস্তফাকে সাধারণ সম্পাদক এবং তাওসিফ ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:

সহ-সভাপতি: মেহেদি হাসান, সহকারী সাধারণ সম্পাদক: মুক্তাদির করিম কুয়াশা, কোষাধ্যক্ষ: মেহের, দপ্তর সম্পাদক: মুন হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: লাবিব হক, সদস্য: শাকিলা খাতুন, মিনহাজ হাবিব, গোলাম মোস্তফা।