শিরোনাম
অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র

কবি নজরুল কলেজে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপিত

কবি নজরুল কলেজে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপিত

সানজিদা খাতুন ইমু, কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি:পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। সোমবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান এবং উপাধ্যক্ষ মো. হায়দার মিয়া। দিনব্যাপী আয়োজনে কবিতা আবৃত্তি, গান, নৃত্য এবং ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা ছিল নজরকাড়া। কবি নজরুল কলেজ সাংস্কৃতিক সংসদের পরিবেশিত দলীয় সংগীত ও নৃত্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণ করেন। বিজয় দিবস উপলক্ষে কলেজের বিতর্ক ক্লাব আয়োজন করে "শহীদ জিহাদ স্মারক বারোয়ারি বিতর্ক" এবং জাতীয় কুইজ প্রতিযোগিতা ২০২৪। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের মধ্যে সম্মাননা স্মারক বিতরণ করেন উপাধ্যক্ষ মো. হায়দার মিয়া। এছাড়া স্বরচিত কবিতা লিখন প্রতিযোগিতায় বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়।

বিকেলে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে বিজয়ী এবং রানার্সআপ দলের মাঝে মেডেল ও ট্রফি বিতরণ করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইরফান আহমেদ ফাহিম।

অনুষ্ঠানের শেষ পর্বে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন উপাধ্যক্ষ মো. হায়দার মিয়া। দিনব্যাপী এ আয়োজন কলেজ ক্যাম্পাসে বিজয় দিবসের উদ্দীপনা ও গুরুত্বকে তুলে ধরে।

এসবিএ/