শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাসে ছায়া-বৃক্ষের অভাব

রোদ ও ধুলাবালিতে ভোগান্তির শিকার শিক্ষার্থীরা


কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাসে ছায়া-বৃক্ষের অভাব

সানজিদা খাতুন ইমু ,কবি নজরুল কলেজ প্রতিনিধি:

ঢাকা শহরের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সমস্যার সম্মুখীন। ক্যাম্পাসে ছায়াপ্রদানকারী গাছের অভাবে প্রচণ্ড রোদ ও ধুলোবালির কারণে চরম ভোগান্তি পোহাচ্ছেন শিক্ষার্থীরা।

কলেজের বিভিন্ন স্থানে খোলা প্রাঙ্গণ এবং মাঠ থাকলেও সেখানে তেমন বৃক্ষ নেই। ফলে সকাল থেকে দুপুর পর্যন্ত ক্লাস চলাকালে প্রচণ্ড রোদের তাপ সরাসরি পড়ে ক্যাম্পাসের ওপরে। শিক্ষার্থীদের ক্লাসরুমে যাওয়া-আসার সময় কিংবা বিরতির সময় বসার জন্য পর্যাপ্ত ছায়াযুক্ত স্থান না থাকায় অনেকেই অসহায় হয়ে পড়েন।

এ বিষয়ে কলেজ  শিক্ষার্থী রচনা দাস বলেন , "সতেজতার জন্য গাছ দরকার।কর্তৃপক্ষ গাছ লাগানোর বিষয়ে অনেক বাহানা করছে।কলেজে শুধু গাছ লাগালেই হবে না,গাছের সঠিক যত্ন নিতে হবে"।একই অভিযোগ করেন সুমাইয়া আক্তার সিনথিয়া,"ক্যাম্পাসকে পরিবান্ধব করতে গাছের বিকল্প নেই।তবে কিছু শোভাবর্ধনকারী গাছ থাকলেও এখানে ছায়া প্রদানকারী বৃক্ষ নেই।আশা করি বৃক্ষরোপনের ব্যবস্থা নেওয়া হবে"

কলেজ শিক্ষার্থী মো তালহা বলেন,"কলেজে শোভাবর্ধনকারী গাছ না লাগিয়ে যেসব বৃক্ষ ছায়া প্রদান করে সেসব বৃক্ষ রোপণ করা উচিত কর্তিপক্ষের।মাঠে খেলা শেষে আমরা যখন বিশ্রাম নিতে চাই কিন্তু ছায়াযুক্ত গাছের অভাবে তা আর হয়ে ওঠে না"।

কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান  অধ্যাপক ড. নুরুন্নাহার  বলেন,গাছ আমাদের পরম বন্ধু গাছ আমাদের চারপাশে সবুজায়ন করে একটা সস্তি খুজে পাওয়া যায়।  “গাছ শুধু পরিবেশের জন্য নয়, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ"।

এ বিষয়ে কবি নজরুল কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান -স্যার এর কাছে জানতে গেলে তিনি বলেন,"ভূমিগত সমস্যার কারণে বৃক্ষ কিছুটা বড় হওয়ার পর ঝরে বৃক্ষ উপরে যায়।আমরা চেষ্টা করেছি এ বিষয়ে অনেক।গাছের শিকড় মাটির গভিরে  যাইতে পারে না,যার কারণে ঝর-বৃষ্টিতে উপরে যায়। বৃক্ষরোপন কর্মসূচি হলেও তেমন কোনো ফলাফল পাওয়া যায়নি"।

বৃক্ষ পরিবেশ ,সাস্থ্য ও সৌন্দর্য বর্ধন উভয়ের জন্যই উপকারি।বৃক্ষ যেমন আমাদের অক্সিজেন ,ফল-ফুল দিয়ে সাহায্য করে ঠিক একইভাবে সূর্যের প্রখর রোদ থেকেও বাচাঁতে ছায়াপ্রদান করে সাহায্য করে।অথচ কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাস এ কয়েকটি বৃক্ষ ছারা দেখাই যায় না।দুপুরের প্রখর রোদে যখন শিক্ষার্থীরা ক্লান্ত তখন বৃক্ষের ছায়ায় জিরিয়ে নেওয়ার সুযোগ নেই শিক্ষার্থীদের।

শিক্ষার্থীদের দাবি ,কর্তৃপক্ষ যেন খুব দ্রুত বিষয়টি নজিরে নেয় এবং ক্যাম্পাস এ ছায়াপ্রদানকারী বৃক্ষ রোপণের ব্যাবস্থা নেয়।