শিরোনাম
নটরডেম কলেজের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস ধ্রুব’র অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি

নটরডেম কলেজের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস ধ্রুব’র অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন

নটরডেম কলেজের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস ধ্রুব’র অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন

নটরডেম কলেজের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস ধ্রুব’র অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে নটরডেম কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২২ মে ২০২৫ দুপুর ১২:৩০ মিনিটে রাজধানীর নটরডেম কলেজের সামনে কলেজের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস ধ্রুব’র অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তার পরিবার, সহপাঠী, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ মানববন্ধন করেছে।

গত ১২ মে ২০২৫ নটরডেম কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস ধ্রুব বেলা সোয়া ৩ টার দিকে নটরডেম কলেজের ‘ফাদার টিম’ ভবন থেকে নিচে পড়ে যান, সহপাঠীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকাল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ১০ দিন পার হবার পরও ধ্রুব’র মৃত্যুর সঠিক কারণ এখনো জানতে না পারায় মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করেন অংশগ্রহণকারিরা।

মানববন্ধনে ধ্রুব’র পিতা বানিব্রত দাস চঞ্চল তার বক্তব্যে বলেন, ‘আমার সন্তানের মৃত্যুর সঠিক কারণ জানার জন্য সিসি ক্যামেরা ফুটেজ দেখাতে সহযোগিতা করছে না কলেজ প্রশাসন’।

ধ্রুব’র মা তমা রানী সিং বলেন, ‘অনেক আশা নিয়ে ছেলেকে নটরডেম কলেজে ভর্তি করিয়েছিলাম, আস্থা রেখেছিলাম কলেজের প্রতি। সেই কলেজে আমার ছেলে মারা গেল, আমার সন্তানের মৃত্যুর দায় কলেজ কর্তৃপক্ষ এড়াতে পারে না। আমি আমার সন্তানের মৃত্যুর সঠিক তদন্ত চাই’।

মানববন্ধনে ধ্রুবর সহপাঠীরাও বন্ধুর মৃত্যুর সঠিক কারণ জানতে চেয়ে ক্ষোভ প্রকাশ করেন।

মানববন্ধনে উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে বলেন, ‘নটরডেম কলেজ বাংলাদেশের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। কলেজ পরিচালনায় তাদের দক্ষতার বিষয়ের সবাই অবহিত। এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন একটি অস্বাভাবিক মৃত্যু হলেও কলেজ কর্তৃপক্ষের ভূমিকা রহস্যজনক’।

ধ্রুবব্রত দাস ধ্রুব’র অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তে সকলের সহযোগিতা কামনা করে দুপুর ১:৩০ মিনিটে মানববন্ধন কর্মসূচী শেষ করা হয়।