শিরোনাম
নটরডেম কলেজের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস ধ্রুব’র অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি

মোহাম্মদপুরে ওসি ইফতেখারের বদলিতে মিষ্টি বিতরণ

মোহাম্মদপুরে ওসি ইফতেখারের বদলিতে মিষ্টি বিতরণ

মোহাম্মদপুর থানার ওসি ইফতেখারের বদলির খবরে স্থানীয়রা প্রতীকী আনন্দ উদযাপন করেছেন। রবিবার বিকেলে থানার সামনে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মিষ্টিমুখ ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়।

 

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাফিয়া সিন্ডিকেটের সহযোগী হিসেবে ওসি ইফতেখার পরিচিত ছিলেন। তার বদলিকে স্বাগত জানালেও কেবল বদলি যথেষ্ট নয় বলে তারা মন্তব্য করেন।

 

স্থানীয় সমাজকর্মী পারভেজ হাসান সুমন বলেন, “মোহাম্মদপুর থানা একজন দুষ্টু কর্মকর্তার হাত থেকে রক্ষা পেয়েছে। মাদক কারবারি, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের সঙ্গে আঁতাত যেন আর না হয়— সেই দাবি করছি।”

 

স্থানীয় ব্যবসায়ী মুন্না কাজী বলেন, “দীর্ঘদিন আমরা আতঙ্কে ছিলাম। রাজনৈতিক শক্তির কারণে সাধারণ মানুষ আইনের সেবা পায়নি। আমাদের আন্দোলনের ফলেই ওসি বদলি হয়েছেন। তবে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করেছিলাম।”

 

বেসরকারি কর্মকর্তা ইসমাইল হোসেন পাটোয়ারি বলেন, “ওসি ইফতেখার সৈরাচার আমলের ধাঁচে কাজ করেছেন। তিনি দখলবাজ, চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদক কারবারিদের অভিভাবক হয়ে উঠেছিলেন। অথচ তার কোনো শাস্তি হয়নি। আমরা জানতে চাই— তাকে কারা পৃষ্ঠপোষকতা করছে।”

উপস্থিত নাগরিক প্রতিনিধিরা শুধু বদলি নয়, তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তীব্র নিন্দা জানান। একইসঙ্গে নতুন ওসির প্রতি আহ্বান জানানো হয়, তিনি যেন মোহাম্মদপুরকে সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়ম থেকে মুক্ত করে জনগণের নিরাপত্তা ও সেবাকে অগ্রাধিকার দেন।