শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

৩ দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের ফের শাহবাগ অবরোধ

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে পুলিশ


৩ দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের ফের শাহবাগ অবরোধ

তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটসহ দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের মতো বুধবার সকাল সাড়ে ১১টার দিকে তারা বিক্ষোভে অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বুয়েটসহ একাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং দাবি আদায়ে স্লোগান দিতে থাকেন। হঠাৎ অবরোধের কারণে শাহবাগ ও আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

এর আগে মঙ্গলবার বিকালে একই দাবিতে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন। প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ শেষে বিকাল পৌনে ৬টার দিকে সংবাদ সম্মেলনে তারা কর্তৃপক্ষকে রাত ৮টা পর্যন্ত সময়সীমা দেন। কিন্তু দাবিগুলো পূরণ না হওয়ায় বুধবার ফের অবরোধে নামে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, রবিবার মধ্যরাতে বুয়েটের একদল শিক্ষার্থী তাদের সাবেক এক শিক্ষার্থীকে ‘মারধর ও হত্যার হুমকি’ দেওয়ার প্রতিবাদে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে যাত্রা করলে পুলিশ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে তাদের আটকে দেয়। সেখানেও তারা তিন ঘণ্টা বিক্ষোভ করেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবি

১. ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড (সহকারী প্রকৌশলী বা সমমান পদ)–এ প্রবেশের জন্য সকলকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে বা অন্য নামে সমমান পদ তৈরি করে কোনো পদোন্নতি দেওয়া যাবে না।

২. টেকনিক্যাল ১০ম গ্রেড (উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদ)–এর নিয়োগ পরীক্ষা বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য উন্মুক্ত করতে হবে।

৩. প্রকৌশলী পদবির সঠিক ব্যবহার নিশ্চিতকরণ– ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এছাড়া নন-অ্যাক্রিডেটেড বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়ায় IEB-BAETE অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে।