বৃহস্পতিবার (২৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে বীর মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’-এর আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের উপর হামলার ঘটনায় এবং সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে ডিবি হেফাজতে নেওয়ার ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ও ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’-এর মনোনীত প্রার্থী এনামুল হাসান অনয় ।
তিনি পোস্টে আরও বলেন, “মুক্তিযুদ্ধের বিষয় এলেই একটি গোষ্ঠী অস্থির হয়ে ওঠে। একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতেই তারা হামলা চালায়। এর আগে টিএসসিতে রাজাকারের ছবি টানানোর ঘটনাও আমরা ভুলে যাইনি।
তিনি প্রশ্ন করেন, বীর মুক্তিযোদ্ধাদের আলোচনা অনুষ্ঠানে মব তৈরি করে, শারীরিক আঘাত করে তাঁদের পুলিশে দেওয়া হলো কেন? তাদের অপরাধ কী? বাংলাদেশের কোন আইন তারা ভঙ্গ করেছেন?
তিনি মব নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার নিয়ে বলেন, ক্রমাগত মবের ঘটনায় সরকার নীরব ভূমিকা পালন করে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
বীর মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ এর আয়োজনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির(ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে 'আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের, যদিও তিনি আসেননি।
মুক্তিযুদ্ধের বিষয় এলেই নির্দিষ্ট একটি গোষ্ঠীর গায়ে আগুন ধরে, আমরা জানি তারা কারা। একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতেই তারা বারবার হামলা করে। এর আগে টিএসসিতে রাজাকারের ছবি টানানোর ঘটনা আমরা ভুলে যায়নি। মুক্তিযুদ্ধসহ সকল সংগ্রামকে যারা ছোট করতে চায় তারা যতবড়ই হোক না কেন, জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ তাদের প্রতিহত করবে।
আসন্ন ডাকসুতে শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমেও তার জবাব দিবে বলে আমরা বিশ্বাস করি।