শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

সিপিবি ঢাকা মহানগর উত্তরের দ্বিতীয় সম্মেলন শুরু:

মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র রক্ষায় বাম শক্তির ঐক্যের ডাক

মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র রক্ষায় বাম শক্তির ঐক্যের ডাক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর উত্তর জেলা কমিটির দ্বিতীয় সম্মেলন শুরু হয়েছে শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম বলেন, “বর্তমানে মুক্তিযুদ্ধের পক্ষে যে কেউ অবস্থান নিলেই আঘাত আসছে। মব সন্ত্রাস সরকারি পৃষ্ঠপোষকতায় ছড়িয়ে পড়েছে। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সরকার একদিকে আমেরিকার সাথে গোপন চুক্তি করছে, অন্যদিকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। এ অবস্থায় বাম গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ লড়াইয়ে নামতে হবে।”

তিনি আরও বলেন, “বৈষম্য নিরসনে বাংলাদেশের মানুষ লড়াই করেছে, আজও করতে হবে। তাই শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক জোট সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন জোরদার করতে হবে।”

সম্মেলনে সভাপতির বক্তব্যে জেলা কমিটির সভাপতি ডা. সাজেদুল হক রুবেল বলেন, “ঢাকা শহর বৈষম্যের অনিরাপদ শহরে পরিণত হয়েছে। গত ৫৪ বছরে গণবিরোধী শাসকেরা রাজধানী শাসন করেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। গণঅভ্যুত্থানের পরও সাধারণ মানুষের আশা পূরণ হয়নি। বাসযোগ্য ঢাকা গড়তে বামপন্থীদের অগ্রণী ভূমিকা নিতে হবে।”

এ সময় আরও বক্তব্য দেন সিপিবির ঢাকা মহানগর উত্তর কমিটির সাধারণ সম্পাদক লূনা নূর, সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান জামাল হায়দার মুকুল, আহ্বায়ক হাসান হাফিজুর রহমান সোহেল এবং সম্পাদকমণ্ডলীর সদস্য মোতালেব হোসেন।

উদ্বোধনী সমাবেশ শেষে মানিক মিয়া এভিনিউ থেকে একটি লাল পতাকা মিছিল বের করা হয়। এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনা করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

আগামীকাল (৩০ আগস্ট) সকাল ৯টায় সম্মেলনের সাংগঠনিক অধিবেশন শুরু হবে। এতে ইতোমধ্যে সমাপ্ত ২০টি শাখা ও থানা কমিটি থেকে নির্বাচিত ১০৫ জন প্রতিনিধি অংশ নেবেন।