শিরোনাম
নটরডেম কলেজের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস ধ্রুব’র অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি

গৃহকর্মী আঞ্চলিক ফোরাম খিলগাঁও হাবের সংলাপ অনুষ্ঠিত

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র ও গৃহকর্মী আঞ্চলিক ফোরাম খিলগাঁও-এর যৌথ উদ্যোগে গৃহকর্মীর সুরক্ষা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় নাগরিক সমাজ ও গৃহকর্মী ফোরামের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।


গৃহকর্মী আঞ্চলিক ফোরাম খিলগাঁও হাবের সংলাপ অনুষ্ঠিত

আজ বুধবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত রাজধানীর মালিবাগে কারিতাস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নার্গিস আক্তার এবং সঞ্চালনা করেন গৃহকর্মী সোমা আক্তার। সংলাপে সুনীতি প্রকল্পের বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন মনিটরিং অফিসার কামরুজ্জামান ফাহিম ও খিলগাঁও হাবের প্রকল্প কর্মকর্তা উম্মে হামী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ঢাকা মহানগর সভাপতি ইদ্রিস আলী, শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ শাহ আলম, মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার নার্গিস সুলতানা জেবা, সিমান্তিকের এডমিন অফিসার মোহাম্মদ সামসুদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা আবু তাহের, শ্রম অধিদপ্তরের উপপরিচালক আফরোজ পারভীন, ঢাকা দক্ষিণ সিটির সহকারী মেডিকেল অফিসার ডা. আবু সালেহ সাদাত, মহিলা পরিষদের লিগ্যাল এইড ডিরেক্টর দিপ্তী শিকদার প্রমুখ। এছাড়া স্থানীয় অংশীজন, গৃহকর্মীর আঞ্চলিক ফোরামের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশ নেন।

আয়োজকেরা জানান, অক্সফাম জিবি ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র ও ইউসেপ বাংলাদেশের অংশীদারিত্বে গৃহকর্মীদের সুরক্ষা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সুনীতি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর আওতায় ঢাকা শহরের প্রায় ১৬ হাজার ও খিলগাঁও এলাকার ৪ হাজার গৃহকর্মীকে জীবন দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সম্প্রতি দক্ষ গৃহকর্মীর শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে অফলাইন ভিত্তিতে জব প্লেসমেন্ট কার্যক্রমও শুরু করা হয়েছে।

গৃহকর্মীরা জানান, প্রজেক্টটি তাদের অধিকার সচেতন ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। কর্মকর্তারাও বলেন, নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে গৃহকর্মীদের সক্ষমতা বৃদ্ধির চেষ্টা চলছে। বক্তারা গৃহকর্মীদের সুরক্ষা আইন ও নীতিমালা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।