শিরোনাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র ৪ঠা নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী : সিপিবি

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, দলে ফিরলেন সাকিব-নাঈম

বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ


টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, দলে ফিরলেন সাকিব-নাঈম

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। অলরাউন্ডার সাকিব আল হাসানসহ পাঁচ বোলার নিয়ে খেলছে বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নামবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা সাত ব্যাটার এবং চার বোলার নিয়ে একাদশ গড়েছে। সফরকারীদের চার বোলারের মধ্যে দুইজন পেসার এবং দুইজন স্পিনার।

বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন টস জিতলে তিনিও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেন। বাংলাদেশও একাদশ গড়েছে ব্যাটার ও বোলারদের মধ্যে ভারসাম্য রেখে। অলরাউন্ডার সাকিব আল হাসানসহ বাংলাদেশের একাদশে আছেন সাতজন ব্যাটার ও পাঁচজন বোলার। তবে একাদশে জায়গা হয়নি এবাদত হোসেনের।

প্রায় এক বছর তিন মাস পরে একাদশে ফিরেছেন স্পিনার নাঈম হাসান। গত বছর ফেব্রুয়ারি মাসে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। দলের ভারসাম্য রক্ষায় দল থেকেই বাদ পড়েছিলেন এই তরুণ ক্রিকেটার। মেহেদী হাসান মিরাজের চোটে আবার একাদশে জায়গা পাওয়ার সৌভাগ্য হলো তার। নাঈম ছাড়াও স্পিনার হিসেবে আছেন সাকিব ও তাইজুল ইসলাম। একাদশের দুই পেসার হলেন শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ।

বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশঃ দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয় ডি সিলভা, দীনেশ চান্দিমাল, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), রমেশ মেন্ডিস, লাসিথ এম্বুলডেনিয়া, বিশ্ব ফার্নান্দো ও অসিথ ফার্নান্দো।