শিরোনাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র ৪ঠা নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী : সিপিবি

পঞ্চগড় জেলা উদীচীর ৬ষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত

শফিকুল ইসলাম সভাপতি, গোলাম কিবরিয়া সাধারণ সম্পাদক


পঞ্চগড় জেলা উদীচীর ৬ষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত

‘শ্রেণীভেদ ভাঙি শোষিতের রোষে—সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে’ এ শ্লোগান নিয়ে  ১৯ মে ২০২২ অনুষ্ঠিত হলো উদীচী পঞ্চগড় জেলার ৬ষ্ঠ সম্মেলন। পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০.৩০ সম্মেলনের উদ্বোধন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

আলোচনা অনুষ্ঠানে জেলা সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়ের মাননীয় জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা, পঞ্চগড় মহিলা পরিষদের আহ্বায়ক ফিরোজা খন্দকার চামেলী, মুক্তিযোদ্ধা রোকেয়া বেগম, মুখ্য আলোচক হিসেবে কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম, উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউর রহমান রেজু ও মিনহাজুল আবেদীন মৃদুল।

বিকালে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে শফিকুল ইসলামকে সভাপতি ও গোলাম কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্যবিশিষ্ট উদীচী পঞ্চগড় জেলা সংসদ গঠিত হয়।

সবশেষে সন্ধ্যায় অনুষ্ঠানপর্বে উদীচী নওগাঁ জেলা সংসদের পরিবেশনার পাশাপাশি উদীচীর ঢাকার শিল্পী আনান বাউল ও অবিনাশ বাউল সংগীত পরিবেশন করেন।

সংবাদ বিজ্ঞপ্তি