‘শ্রেণীভেদ ভাঙি শোষিতের রোষে—সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে’ এ শ্লোগান নিয়ে ১৯ মে ২০২২ অনুষ্ঠিত হলো উদীচী পঞ্চগড় জেলার ৬ষ্ঠ সম্মেলন। পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০.৩০ সম্মেলনের উদ্বোধন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
আলোচনা অনুষ্ঠানে জেলা সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়ের মাননীয় জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা, পঞ্চগড় মহিলা পরিষদের আহ্বায়ক ফিরোজা খন্দকার চামেলী, মুক্তিযোদ্ধা রোকেয়া বেগম, মুখ্য আলোচক হিসেবে কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম, উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউর রহমান রেজু ও মিনহাজুল আবেদীন মৃদুল।
বিকালে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে শফিকুল ইসলামকে সভাপতি ও গোলাম কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্যবিশিষ্ট উদীচী পঞ্চগড় জেলা সংসদ গঠিত হয়।
সবশেষে সন্ধ্যায় অনুষ্ঠানপর্বে উদীচী নওগাঁ জেলা সংসদের পরিবেশনার পাশাপাশি উদীচীর ঢাকার শিল্পী আনান বাউল ও অবিনাশ বাউল সংগীত পরিবেশন করেন।
সংবাদ বিজ্ঞপ্তি