শিরোনাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র ৪ঠা নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী : সিপিবি

বাসের ধাক্কায় পুলিশ ভ্যানের ১৩ পুলিশ আহত

বাসের ধাক্কায় পুলিশ ভ্যানের ১৩ পুলিশ আহত

চট্টগ্রাম নগরের সাগরিকা মোড় এলাকায় একটি বাস পুলিশ ভ্যানকে ধাক্কা দিয়েছে। এতে পুলিশ ভ্যানে থাকা শিল্প পুলিশের ১৩ সদস্য আহত হন।

 

আজ শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন—শামীম হোসেন (২২), রিমি (২২), জসিম (২৩), মানিক (২৪), সজীব (২১), সালাউদ্দিন (২২), সৈকত (২২), মাহাবুল (২৬), জসিম (২৩), জান্নাত (২২), রুম্পা (২১), উইনপ্রু (২২) ও মাসুদ (২৩)।

 

আহত পুলিশ সদস্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক পলাতক বলে পুলিশ জানিয়েছে।

 

শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার (গোয়েন্দা ও গণমাধ্যম) মো. সেলিম নেওয়াজ বলেন, সকালে নগরের উত্তর কাট্টলীতে শিল্প পুলিশের প্যারেড মাঠে প্যারেড ছিল। প্যারেড শেষে ফেরার পথে সাগরিকা মোড়ে একটি বাস পুলিশ ভ্যানকে ধাক্কা দেয়। এতে ১৩ জন আহত হন।

 

আহত পুলিশ সদস্যদের কয়েকজন মাথা, কোমর ও হাত-পায়ে ব্যথা পেয়েছেন। তবে সবার অবস্থা এখন পর্যন্ত ভালো বলে জানিয়েছেন চিকিৎসক।