শিরোনাম
মুক্তিযুদ্ধ, জাতীয় সংগীত ও সংবিধানের মূল ভিত্তির উপর আঘাতকারীদের ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান সিপিবির প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ'র স্মরণ সভা ছাত্র-জনতার অভ্যুত্থান’এ উত্তরার শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় সন্তানের নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন অভিভাবকবৃন্দের শোক সমাবেশ কোটা ব্যবস্থার সংস্কারের পাশাপাশি রাষ্ট্রের সংস্কারের দাবি ছাত্র ইউনিয়নের ‘‘স্থায়িত্বশীল নগরায়ন: সমস্যা ও সমাধান’’ বিষয়ক বাপা’র পুস্তিকা উম্মোচন ৬-৮ জুন ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলন ফার্মগেটের আনোয়ারা উদ্যান ফিরিয়ে দিতে ৩০ দিনের আল্টিমেটাম কর্মসংস্থানবান্ধব বাজেটের দাবিতে যুব ইউনিয়ন এর সেমিনার সিপিবি’র “বাজেট : গণমানুষের ভাবনা” শীর্ষক আলোচনা সভা

ঢাকায় হো চি মিন-এর ১৩২তম জন্মবার্ষিকী উদযাপন

ঢাকায় হো চি মিন-এর ১৩২তম জন্মবার্ষিকী উদযাপন

ভিয়েতনামের বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট হো চি মিন-এর ১৩২তম জন্মবার্ষিকী ঢাকায় উদযাপন করা হয়েছে। শুক্রবার ঢাকাস্থ ভিয়েতনাম দূতাবাস এবং বাংলাদেশ ভিয়েতনাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিভিসিসিআই) যৌথভাবে নগরীর একটি হোটেলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তৃতায় বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন বলেন, প্রেসিডেন্ট হো চি মিন তার সমগ্র জীবন দেশের স্বাধীনতা, ভিয়েতনামের জনগণের স্বাধীনতা ও সুখ, শান্তি ও বিশ্বব্যাপী প্রগতিশীল মানুষের মধ্যে বন্ধুত্বের জন্য উৎসর্গ করেছেন। তিনি  বলেন, তার জীবন ও কর্মজীবন ছিল এক বৈপ্লবিক ইতিহাস, দেশপ্রেম এবং বুদ্ধিবৃত্তিক নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর জীবনটা ছিল জনগণের সঙ্গে মহান মেল বন্ধনে আবদ্ধ।  উজ্জ্বল গুণাবলী, মহান আত্মা আর বিশাল ব্যক্তিত্বের অধিকারী এই নেতা ভিয়েতনামী জনগণের মধ্যে প্রজন্মের পর প্রজন্ম ধরে গর্ব হয়ে থাকবেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা হাসান তারিক চৌধুরী সোহেল, বিভিসিসিআই সভাপতি সৈয়দ এম রহমান প্রমুখ।