শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

বিদ্যুতের মূল্য ৫৮% বৃদ্ধির প্রস্তাব বাতিলের দাবিতে গণতান্ত্রিক বাম ঐক্যের বিক্ষোভ সমাবেশ

বিদ্যুতের মূল্য ৫৮% বৃদ্ধির প্রস্তাব বাতিলের দাবিতে গণতান্ত্রিক বাম ঐক্যের বিক্ষোভ সমাবেশ

বিদ্যুতের মূল্য ৫৮% বৃদ্ধির প্রস্তাব বাতিল, মধ্যবিত্ত, দরিদ্র ও হতদরিদ্রদের জন্য রেশনিং ব্যাবস্থা চালুর দাবিতে ঢাকার পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক বাম ঐক্য।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ‘সরকার বিদ্যুতের মুল্য বৃদ্ধির প্রস্তাব করে সারা দেশের সাধারণ মানুষের সাথে তামাসা করছে। ৫৮% বিদ্যুতের মূল্য সরকার কোনকমেই বৃদ্ধি করতে পারবে না। সারাদেশের মানুষের আয়ের সাথে ব্যয় সংগতিপূর্ণ না থাকায় জীবনযাত্রার মান ক্রমেই নিন্মমূখী হচ্ছে, তাই এখনই মধ্যবৃত্ত ও দরিদ্র হত-দরিদ্রদের মধ্যে সারাদেশে গণরেশনিং এর ব্যবস্থা চালু করতে হবে।’

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী, স্যোস্যাল ডেক্রেটিক পার্টি (এসডিপি)’র আহ্বায়ক কমরেড আবুল কালাম আজাদ, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)’র মহাসচিব হারুন আল রশিদ খান প্রমুখ।

সংবাদ বিজ্ঞপ্তি