শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

চিকিৎসাধীন অবস্থায় ডিপোর এক কর্মীর মৃত্যু

চিকিৎসাধীন অবস্থায় ডিপোর এক কর্মীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন-বিস্ফোরণের ঘটনায় আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

আজ বুধবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ওই ব্যক্তি মারা যান। হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

 

মারা যাওয়া ব্যক্তির নাম মাসুদ রানা (৩৪)। বাবার নাম খলিলুর রহমান। বাড়ি জামালপুর। মাসুদ রানা বিএম কনটেইনার ডিপোর অপারেটর ছিলেন।

 

 

সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে বিএম কনটেইনার ডিপোতে আগুন-বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা ৪৪–এ পৌঁছে।

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত শনিবার রাতে অন্য আহত ব্যক্তিদের সঙ্গে মাসুদকেও এই হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পর তাঁকে আইসিইউতে ভর্তি রাখা হয়।

 

হাসপাতালের আইসিইউর এক চিকিৎসক জানান, শুরু থেকেই মাসুদের অবস্থা খারাপ ছিল। আজ ভোর পৌনে ৪টায় তাঁর মৃত্যু হয়।