সীতাকুণ্ড বিস্ফোরণ "অবহেলা জনিত হত্যাকাণ্ড"

বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দের ঘটনাস্থল পরিদর্শন


সীতাকুণ্ড বিস্ফোরণ "অবহেলা জনিত হত্যাকাণ্ড"

সীতাকুণ্ডে বিস্ফোরণ এর ঘটনাস্থল পরিদর্শন, নিহতের পরিবার ও আহতদের দেখতে  চট্টগ্রাম এর সীতাকুণ্ডে গিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।
ঘটনাস্থলে বাম গণতান্ত্রিক জোটের নেতা, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স  সাংবাদিকদের বলেন, 'অনুমোদন না নিয়ে এসব বিস্ফোরক রাখা হয়েছিলো। ফায়ার ব্রিগেড কর্মীরা প্রকৃত তথ্য পেলে উদ্ধার কাজ ঠিক ভাবে করতে পারতেন বলে জানিয়েছেন।
বিচার বিভাগীয় তদন্ত কমিটি করতে হবে। বিশেষজ্ঞ ও চিকিৎসক দের ঐ টীমে রাখতে হবে।
দায়ী দের শাস্তি দিতে হবে।'
তিনি আহতদের সুচিকিৎসা, ক্ষতিপূরণ, পুনর্বাসন করার এবং নিহতদের আজীবন কাজের সমান ক্ষতিপূরণ ও পরিবারের পুনর্বাসনের দাবী জানান।