শিরোনাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র ৪ঠা নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী : সিপিবি

কোভিড-১৯

কোভিড-১৯ টিকা প্রথম বছর প্রায় ২ কোটি লোকের জীবন বাঁচিয়েছে : গবেষণা রিপোর্ট

কোভিড-১৯ টিকা প্রথম বছর প্রায় ২ কোটি লোকের জীবন বাঁচিয়েছে : গবেষণা রিপোর্ট

কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরুর পর প্রথম বছরে প্রায় ২ কোটি লোকের প্রাণহানি রোধ করা সম্ভব হয়েছে। এই বিষয়ে শুক্রবার প্রকাশিত প্রথম ব্যাপক ভিত্তিক মডেলিং সমীক্ষায় এ কথা জানানো হয়।

দ্য ল্যানসেট ইনফেকশন ডিজিজ-এ প্রকাশিত এই গবেষণা রিপোর্ট ২০২০ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৮ ডিসেম্বর পর্যন্ত সংগৃহীত ১৮৫টি দেশ ও অঞ্চলের ডেটার ভিত্তিতে তৈরি করা হয়েছে।

কোভিড-১৯ টিকাদানের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ঠেকানো মৃত্যুর সংখ্যা অনুমান করার এটাই প্রথম প্রচেষ্টা।

ভ্যাকসিন পাওয়া না গেলে ৩১.৪ মিলিয়ন লোকের মৃত্যুর আশঙ্কা করা হয়েছিল কিন্তু পর্যাপ্ত ভ্যাকসিন  আসায় এর মধ্যে ১৯.৮ মিলিয়ন লোকের মৃত্যু রোধ করা সম্ভব হয়েছে। এতে মৃত্যুর হার ৬৩ শতাংশ হ্রাস পেয়েছে।

গবেষণায় কোভিড থেকে মৃত্যুর পাশাপাশি প্রতিটি দেশ থেকে মোট অতিরিক্ত মৃত্যুর সরকারী পরিসংখ্যান কিংবা সরকারী তথ্যে উল্লেখ ছিল না এমন ক্ষেত্রে অনুমিত বাড়তি মৃত্যুর হিসাব ব্যবহার করা হয়েছে।