উদ্বোধনের পর চলাচল শুরুর প্রথম দিন পদ্মাসেতু পার হয়েছে ৫১ হাজারের বেশি যানবাহন; টোল আদায় হয়েছে ২ কোটি টাকার বেশি।
রোববার সকাল ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। রাত ১২টা পর্যন্ত সময়ে মোট ৫১ হাজার ৩১৬টি যানবাহন সেতু পার হয়েছে। দুই প্রান্তের টোল প্লাজায় এসব যানবাহন দুই কোটি ৯ লাখ টাকা টোল দিয়েছে।
এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে সেতুতে উঠেছে ২৬ হাজার ৫৮৯টি যানবাহন। ওই প্রান্তে টোল আদায় হয়েছে ১ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা।
আর জাজিরা প্রান্ত থেকে পার হয়েছে ২৪ হাজার ৭২৭টি ঢাকামুখী যানবাহন। সেসব বাহন ১ কোটি ৪৪ হাজার ৪০০ টাকা টোল দিয়েছে।
সব মিলিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পার হয়েছে যা থেকে টোল আদায় করা হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।