শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

নড়াইলের ঘটনা পরিকল্পিত এবং সরকারের নীতিগত দূর্বলতার ফলেই এমন ঘটনা বারবার ঘটছে - বাংলাদেশ জাসদ

নড়াইলের ঘটনা পরিকল্পিত এবং সরকারের নীতিগত দূর্বলতার ফলেই এমন ঘটনা বারবার ঘটছে - বাংলাদেশ জাসদ

বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এক বিবৃতিতে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় হিন্দুদের ঘরবাড়ি-মন্দির-দোকানপাটে হামলা-ভাংচুর- অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। আজ এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,"কয়েকদিন আগে নড়াইলের মীর্যাপুরে নবীজী সম্পর্কে সামাজিক মাধ্যমে কটুক্তির অভিযোগের সূত্র ধরে যেরকম ঘৃন্য, অবাঞ্ছিত ও অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা ঠান্ডা হওয়ার আগে নড়াইলের দীঘলিয়ায় জনৈক আকাশ সাহার একাউন্ট থেকে প্রিয় নবীজী সম্পর্কে পুনরায় কুৎসিত কথা বলার জের ধরে নড়াইলে সাম্প্রদায়িক অস্থিরতা দেখা দিয়েছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ীঘরে হামলার ঘটনা ঘটেছে। আমরা ধর্মীয় ও সামাজিক সম্পৃতি বিনষ্টের এই রূপ ঘটনার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই।

ঘটনা পরম্পরায় মনে হয়, দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্পৃতি নস্যাৎ করে সাম্প্রদায়িক বিভেদ-বিশৃংখলা-হানাহানি সৃষ্টি করার জন্য কোন বিশেষ মহল পরিকল্পিতভাবে এই অপতৎপরতা চালাচ্ছে। সরকার সংখ্যা লঘু সম্প্রদায়ের নিরাপত্তা দিতে ব্যার্থতার পরিচয় দিচ্ছে। ক্ষমতাসীন সরকারের নীতিগত দূর্বলতার ফলেই এমন ঘটনা বারবার ঘটছে বলে আমরা মনে করি। এসব অপতৎপরতার সংগে জড়িত সকলকে অবিলম্বে আইনের আওতায় এনে দ্রুত শাস্তি প্রদানের জোর দাবী জানাচ্ছি এবং এসকল অশুভ শক্তির বিরুদ্ধে সদা সজাগ থাকার জন্য দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।"

সংবাদ বিজ্ঞপ্তি