শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

লোড শেডিং এর প্রতিবাদে হারিকেনের আলোয় রাজপথে লেখাপড়া

লোড শেডিং এর প্রতিবাদে হারিকেনের আলোয় রাজপথে লেখাপড়া

সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা মহানগর সংসদ হারিকেনের আলোয় প্রতীকী লেখাপড়ার কর্মসুচি পালন করেছে।

৩১ জুলাই সন্ধ্যা ৭টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সংগঠনের নেতা-কর্মীরা হারিকেন এবং মোমবাতি জ্বালিয়ে বই-খাতা নিয়ে লেখাপড়া শুরু করেন।

মহানগর সংসদের সভাপতি শাহরিয়ার ইব্রাহীম মিমোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লাভলী হকের পরিচালনায় প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন ইডেন কলেজের জান্নাতুল ফেরদৌস নির্জনা, মহানগরের সাংঠনিক সম্পাদক প্রিজম ফকির, সহ-সভাপতি সালমান রাহাত এবং কেন্দ্রীয় কমিটির স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক প্রীতম ফকির।

সমাবেশে বক্তারা বলেন, ‘’সারাদেশে অব্যাহত লোডশেডিং শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটাচ্ছে এবং শিক্ষাজীবনকে ক্ষতিগ্রস্থ করছে। সরকার বড় বড় মেগাপ্রজেক্টের নামে কৃত্রিম উন্নয়নের ফাঁকাবুলি আওড়াচ্ছে, অথচ বিদ্যুতের মতো প্রয়োজনীয় সেবাখাত হুমকির সম্মুখিন হয়ে পড়েছে।

অবিলম্বে সরকারের ভুলনীতি-দুর্নীতি বন্ধ করে সঠিক ব্যবস্থাপনার মধ্যে জ্বালানী খাতকে আনতে না পারলে সারাদেশের শিক্ষার্থীদের সাথে নিয়ে ছাত্র ইউনিয়ন আন্দোলন-সংগ্রাম গড়ে তুলবে।‘’

সমাবেশ শেষে হারিকেন-মোমবাতি হাতে বিক্ষোভ মিছিল রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।