শিরোনাম
অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র

লোড শেডিং এর প্রতিবাদে হারিকেনের আলোয় রাজপথে লেখাপড়া

লোড শেডিং এর প্রতিবাদে হারিকেনের আলোয় রাজপথে লেখাপড়া

সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা মহানগর সংসদ হারিকেনের আলোয় প্রতীকী লেখাপড়ার কর্মসুচি পালন করেছে।

৩১ জুলাই সন্ধ্যা ৭টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সংগঠনের নেতা-কর্মীরা হারিকেন এবং মোমবাতি জ্বালিয়ে বই-খাতা নিয়ে লেখাপড়া শুরু করেন।

মহানগর সংসদের সভাপতি শাহরিয়ার ইব্রাহীম মিমোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লাভলী হকের পরিচালনায় প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন ইডেন কলেজের জান্নাতুল ফেরদৌস নির্জনা, মহানগরের সাংঠনিক সম্পাদক প্রিজম ফকির, সহ-সভাপতি সালমান রাহাত এবং কেন্দ্রীয় কমিটির স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক প্রীতম ফকির।

সমাবেশে বক্তারা বলেন, ‘’সারাদেশে অব্যাহত লোডশেডিং শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটাচ্ছে এবং শিক্ষাজীবনকে ক্ষতিগ্রস্থ করছে। সরকার বড় বড় মেগাপ্রজেক্টের নামে কৃত্রিম উন্নয়নের ফাঁকাবুলি আওড়াচ্ছে, অথচ বিদ্যুতের মতো প্রয়োজনীয় সেবাখাত হুমকির সম্মুখিন হয়ে পড়েছে।

অবিলম্বে সরকারের ভুলনীতি-দুর্নীতি বন্ধ করে সঠিক ব্যবস্থাপনার মধ্যে জ্বালানী খাতকে আনতে না পারলে সারাদেশের শিক্ষার্থীদের সাথে নিয়ে ছাত্র ইউনিয়ন আন্দোলন-সংগ্রাম গড়ে তুলবে।‘’

সমাবেশ শেষে হারিকেন-মোমবাতি হাতে বিক্ষোভ মিছিল রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।