শিরোনাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র ৪ঠা নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী : সিপিবি

যশোরে কমরেড শামছুজ্জামান সেলিমের শোকসভা

যশোরে কমরেড শামছুজ্জামান সেলিমের শোকসভা

২৩ সেপ্টেম্বর ২০২৩ শনিবার, বিকাল ৪ টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)  যশোর জেলা কমিটির আয়োজনে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ক্ষেতমজুর সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজীবন বিপ্লবী কমরেড শামছুজ্জামান সেলিম এর শোক সভা জেলা পার্টির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

শোক সভায় কমরেড শামছুজ্জামান সেলিম এর সংগ্রামমুখর জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক  ও কেন্দ্রীয় সদস্য এ রশিদ, জেলা পার্টির সাধারণ সম্পাদক ইলাহদাদ খান, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুর রহমান হীরু, টিইসির জেলা সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, টিইউসি জেলা ভারপ্রাপ্ত সভাপতি মনোরঞ্জন বর্মন, সাবেক ক্ষেত মজুর নেতা খন্দকার আজিজুল হক মনি, সিপিবি জেলা সদস্য মফিজুর রহমান নান্নু, কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য জিল্লুর রহমান ভিটু, নারী নেত্রী সোমা রায়।

কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেন, গনতান্ত্রিক, অসাম্প্রদায়িক, শোষণমুক্ত দেশ গড়েই তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হবে । শামছুজ্জামানের পথ ধরে আমাদের এগুতে হবে। বীর মুক্তিযোদ্ধা শামছুজ্জামান সেলিম বাংলাদেশকে সমাজতান্ত্রিক দেশ হিসেবে গড়তে চেয়েছিলেন। তাঁর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে নতুন প্রজন্ম কে এগিয়ে আসতে হবে।

উল্লেখ্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ক্ষেতমজুর সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজীবন বিপ্লবী কমরেড শামছুজ্জামান সেলিম গত ১৭ আগস্ট ২০২৩ মৃত্যুবরণ করেছেন।