শিরোনাম
গণ-অভ্যুত্থানে উত্তরায় আহত ১৪৬৭ এবং শহীদ ৮২ জন বিশেষ ট্রাইব্যুনালে বিচার, দুর্নীতি ও পাচারকৃত টাকা উদ্ধার এবং রোডম্যাপ ঘোষণার দাবি বামজোটের আমরা ফেসবুক গরম রাখতে ভালবাসি কালচারাল পলিটিক্স উছিলা সিনেমা মুক্তিযুদ্ধ, জাতীয় সংগীত ও সংবিধানের মূল ভিত্তির উপর আঘাতকারীদের ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান সিপিবির প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ'র স্মরণ সভা ছাত্র-জনতার অভ্যুত্থান’এ উত্তরার শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় সন্তানের নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন অভিভাবকবৃন্দের শোক সমাবেশ কোটা ব্যবস্থার সংস্কারের পাশাপাশি রাষ্ট্রের সংস্কারের দাবি ছাত্র ইউনিয়নের ‘‘স্থায়িত্বশীল নগরায়ন: সমস্যা ও সমাধান’’ বিষয়ক বাপা’র পুস্তিকা উম্মোচন

যশোরে কমরেড শামছুজ্জামান সেলিমের শোকসভা

যশোরে কমরেড শামছুজ্জামান সেলিমের শোকসভা

২৩ সেপ্টেম্বর ২০২৩ শনিবার, বিকাল ৪ টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)  যশোর জেলা কমিটির আয়োজনে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ক্ষেতমজুর সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজীবন বিপ্লবী কমরেড শামছুজ্জামান সেলিম এর শোক সভা জেলা পার্টির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

শোক সভায় কমরেড শামছুজ্জামান সেলিম এর সংগ্রামমুখর জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক  ও কেন্দ্রীয় সদস্য এ রশিদ, জেলা পার্টির সাধারণ সম্পাদক ইলাহদাদ খান, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুর রহমান হীরু, টিইসির জেলা সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, টিইউসি জেলা ভারপ্রাপ্ত সভাপতি মনোরঞ্জন বর্মন, সাবেক ক্ষেত মজুর নেতা খন্দকার আজিজুল হক মনি, সিপিবি জেলা সদস্য মফিজুর রহমান নান্নু, কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য জিল্লুর রহমান ভিটু, নারী নেত্রী সোমা রায়।

কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেন, গনতান্ত্রিক, অসাম্প্রদায়িক, শোষণমুক্ত দেশ গড়েই তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হবে । শামছুজ্জামানের পথ ধরে আমাদের এগুতে হবে। বীর মুক্তিযোদ্ধা শামছুজ্জামান সেলিম বাংলাদেশকে সমাজতান্ত্রিক দেশ হিসেবে গড়তে চেয়েছিলেন। তাঁর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে নতুন প্রজন্ম কে এগিয়ে আসতে হবে।

উল্লেখ্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ক্ষেতমজুর সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজীবন বিপ্লবী কমরেড শামছুজ্জামান সেলিম গত ১৭ আগস্ট ২০২৩ মৃত্যুবরণ করেছেন।