শিরোনাম
যুব ইউনিয়নের সিলেট জেলা কমিটির দশম কাউন্সিল অনুষ্ঠিত সমবেত কণ্ঠে নজরুলের "লৌহ কপাট" গাইলেন শিল্পীরা মাত্র চল্লিশে এ কেমন চলে যাওয়া! একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে হরতাল-অবরোধের ডাক বামজোটের শ্রমিক হত্যার বিচার দাবি বামজোটের গাজীপুরে পুলিশের গুলিতে গার্মেন্টস শ্রমিক হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবী টিইউসির গার্মেন্ট শ্রমিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বাংলাদেশ জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন জাতীয় সংসদ নির্বাচনে ‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা’ কেন প্রয়োজন? তুলসী লাহিড়ী’র চিরায়ত বাংলা নাটক "ছেঁড়া তার" : কিছু কথা

যশোরে কমরেড শামছুজ্জামান সেলিমের শোকসভা

যশোরে কমরেড শামছুজ্জামান সেলিমের শোকসভা

২৩ সেপ্টেম্বর ২০২৩ শনিবার, বিকাল ৪ টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)  যশোর জেলা কমিটির আয়োজনে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ক্ষেতমজুর সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজীবন বিপ্লবী কমরেড শামছুজ্জামান সেলিম এর শোক সভা জেলা পার্টির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

শোক সভায় কমরেড শামছুজ্জামান সেলিম এর সংগ্রামমুখর জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক  ও কেন্দ্রীয় সদস্য এ রশিদ, জেলা পার্টির সাধারণ সম্পাদক ইলাহদাদ খান, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুর রহমান হীরু, টিইসির জেলা সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, টিইউসি জেলা ভারপ্রাপ্ত সভাপতি মনোরঞ্জন বর্মন, সাবেক ক্ষেত মজুর নেতা খন্দকার আজিজুল হক মনি, সিপিবি জেলা সদস্য মফিজুর রহমান নান্নু, কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য জিল্লুর রহমান ভিটু, নারী নেত্রী সোমা রায়।

কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেন, গনতান্ত্রিক, অসাম্প্রদায়িক, শোষণমুক্ত দেশ গড়েই তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হবে । শামছুজ্জামানের পথ ধরে আমাদের এগুতে হবে। বীর মুক্তিযোদ্ধা শামছুজ্জামান সেলিম বাংলাদেশকে সমাজতান্ত্রিক দেশ হিসেবে গড়তে চেয়েছিলেন। তাঁর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে নতুন প্রজন্ম কে এগিয়ে আসতে হবে।

উল্লেখ্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ক্ষেতমজুর সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজীবন বিপ্লবী কমরেড শামছুজ্জামান সেলিম গত ১৭ আগস্ট ২০২৩ মৃত্যুবরণ করেছেন।