শিরোনাম
যুব ইউনিয়নের সিলেট জেলা কমিটির দশম কাউন্সিল অনুষ্ঠিত সমবেত কণ্ঠে নজরুলের "লৌহ কপাট" গাইলেন শিল্পীরা মাত্র চল্লিশে এ কেমন চলে যাওয়া! একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে হরতাল-অবরোধের ডাক বামজোটের শ্রমিক হত্যার বিচার দাবি বামজোটের গাজীপুরে পুলিশের গুলিতে গার্মেন্টস শ্রমিক হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবী টিইউসির গার্মেন্ট শ্রমিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বাংলাদেশ জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন জাতীয় সংসদ নির্বাচনে ‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা’ কেন প্রয়োজন? তুলসী লাহিড়ী’র চিরায়ত বাংলা নাটক "ছেঁড়া তার" : কিছু কথা

উদীচীর তৃতীয় “সিনে আলাপ” এ সাঁতাও নির্মাতা খন্দকার সুমন

উদীচীর তৃতীয় “সিনে আলাপ” এ সাঁতাও নির্মাতা খন্দকার সুমন

১০ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় ‘সিনে আলাপ’। উদীচী ঢাকা মহানগর সংসদের চলচ্চিত্র ও চারুকলা বিভাগের উদ্যোগে ভিন্নধর্মী মুক্ত আলোচনামূলক আয়োজন, তথা অভিজ্ঞ নির্মাতাদের সাথে নতুন নির্মাতাদের আড্ডার প্ল্যাটফর্ম “সিনে আলাপ”।

'সিনে আলাপ' এর তৃতীয় পর্বে স্বাধীন চলচ্চিত্রের প্রদর্শন ও বিপণনের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনায় উপস্থিত ছিলেন ‘সাঁতাও’ চলচ্চিত্রের পরিচালক খন্দকার সুমন। নবীন নির্মাতাদের সাথে অভিজ্ঞ নির্মাতার মতের আদানপ্রদান, প্রশ্নোত্তর পর্ব আর প্রাণবন্ত আলোচনায় অনবদ্য আড্ডার সাক্ষী হলো উদীচীর তৃতীয় “সিনে আলাপ”।

স্বাধীন চলচ্চিত্রের প্রদর্শন ও বিপণনের সমস্যা ও সম্ভাবনা বিষয়ে আলোচনা করেন নির্মাতা খন্দকার সুমন। সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানে উপস্থিত অনেকেই খন্দকার সুমনকে বিষয়ভিত্তিক অথবা তার কাজের বিষয়ে প্রশ্ন করেন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উদীচী ঢাকা মহানগর সংসদের চলচ্চিত্র ও চারুকলা বিষয়ক সম্পাদক আজমীর তারেক চৌধুরী।