শিরোনাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র ৪ঠা নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী : সিপিবি

উদীচীর তৃতীয় “সিনে আলাপ” এ সাঁতাও নির্মাতা খন্দকার সুমন

উদীচীর তৃতীয় “সিনে আলাপ” এ সাঁতাও নির্মাতা খন্দকার সুমন

১০ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় ‘সিনে আলাপ’। উদীচী ঢাকা মহানগর সংসদের চলচ্চিত্র ও চারুকলা বিভাগের উদ্যোগে ভিন্নধর্মী মুক্ত আলোচনামূলক আয়োজন, তথা অভিজ্ঞ নির্মাতাদের সাথে নতুন নির্মাতাদের আড্ডার প্ল্যাটফর্ম “সিনে আলাপ”।

'সিনে আলাপ' এর তৃতীয় পর্বে স্বাধীন চলচ্চিত্রের প্রদর্শন ও বিপণনের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনায় উপস্থিত ছিলেন ‘সাঁতাও’ চলচ্চিত্রের পরিচালক খন্দকার সুমন। নবীন নির্মাতাদের সাথে অভিজ্ঞ নির্মাতার মতের আদানপ্রদান, প্রশ্নোত্তর পর্ব আর প্রাণবন্ত আলোচনায় অনবদ্য আড্ডার সাক্ষী হলো উদীচীর তৃতীয় “সিনে আলাপ”।

স্বাধীন চলচ্চিত্রের প্রদর্শন ও বিপণনের সমস্যা ও সম্ভাবনা বিষয়ে আলোচনা করেন নির্মাতা খন্দকার সুমন। সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানে উপস্থিত অনেকেই খন্দকার সুমনকে বিষয়ভিত্তিক অথবা তার কাজের বিষয়ে প্রশ্ন করেন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উদীচী ঢাকা মহানগর সংসদের চলচ্চিত্র ও চারুকলা বিষয়ক সম্পাদক আজমীর তারেক চৌধুরী।