শিরোনাম
মুক্তিযুদ্ধ, জাতীয় সংগীত ও সংবিধানের মূল ভিত্তির উপর আঘাতকারীদের ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান সিপিবির প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ'র স্মরণ সভা ছাত্র-জনতার অভ্যুত্থান’এ উত্তরার শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় সন্তানের নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন অভিভাবকবৃন্দের শোক সমাবেশ কোটা ব্যবস্থার সংস্কারের পাশাপাশি রাষ্ট্রের সংস্কারের দাবি ছাত্র ইউনিয়নের ‘‘স্থায়িত্বশীল নগরায়ন: সমস্যা ও সমাধান’’ বিষয়ক বাপা’র পুস্তিকা উম্মোচন ৬-৮ জুন ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলন ফার্মগেটের আনোয়ারা উদ্যান ফিরিয়ে দিতে ৩০ দিনের আল্টিমেটাম কর্মসংস্থানবান্ধব বাজেটের দাবিতে যুব ইউনিয়ন এর সেমিনার সিপিবি’র “বাজেট : গণমানুষের ভাবনা” শীর্ষক আলোচনা সভা

গাইবান্ধায় যুব ইউনিয়নের কর্মীসভা

গাইবান্ধায় যুব ইউনিয়নের কর্মীসভা

ঘুষ ছাড়া চাকরি, শিক্ষা শেষে কাজের নিশ্চয়তা, কর্মসংস্থানের ব্যবস্থা না হওয়া পর্যন্ত বেকার ভাতার দাবিতে বাংলাদেশ যুব ইউনিয়নের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় বাংলাদেশ যুব ইউনিয়ন, গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে সংগঠনের জেলা কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য ফারজানা আক্তার শাপলা, বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি অখিল পাল। যুব ইউনিয়ন গাইবান্ধা জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক রানু সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির নেতা নাহিদ হাসান, মেহেরুন মুন্নী, গোবিন্দগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতার ৫২ বছর পরে আজকে দেশে প্রায় সাড়ে ৩ কোটি বেকার। দেশে কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ না থাকায় যুব সমাজ নানা সমাজ বিরোধী কাজে লিপ্ত হতে বাধ্য হচ্ছে। যেটুকু কর্মসংস্থানের সুযোগ আছে সেখানেও ঘুষ ছাড়া চাকরি হয় না। গরীব মধ্যবিত্তের সন্তানরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। তারা বলেন, যুব সমাজের অধিকার আদায়ের সংগ্রাম জোরদার করার পাশাপাশি দেশের বিদ্যমান পুঁজিবাদী ব্যবস্থার বদলের সংগ্রাম জোরদার করতে হবে।