শিরোনাম
মুক্তিযুদ্ধ, জাতীয় সংগীত ও সংবিধানের মূল ভিত্তির উপর আঘাতকারীদের ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান সিপিবির প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ'র স্মরণ সভা ছাত্র-জনতার অভ্যুত্থান’এ উত্তরার শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় সন্তানের নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন অভিভাবকবৃন্দের শোক সমাবেশ কোটা ব্যবস্থার সংস্কারের পাশাপাশি রাষ্ট্রের সংস্কারের দাবি ছাত্র ইউনিয়নের ‘‘স্থায়িত্বশীল নগরায়ন: সমস্যা ও সমাধান’’ বিষয়ক বাপা’র পুস্তিকা উম্মোচন ৬-৮ জুন ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলন ফার্মগেটের আনোয়ারা উদ্যান ফিরিয়ে দিতে ৩০ দিনের আল্টিমেটাম কর্মসংস্থানবান্ধব বাজেটের দাবিতে যুব ইউনিয়ন এর সেমিনার সিপিবি’র “বাজেট : গণমানুষের ভাবনা” শীর্ষক আলোচনা সভা

প্যালেস্টাইনের স্বাধীনতাকামী মানুষদের সাথে সংহতি ছাত্র ইউনিয়নের

প্যালেস্টাইনের স্বাধীনতাকামী মানুষদের সাথে সংহতি ছাত্র ইউনিয়নের

১৪ অক্টোবর, ২০২৩ বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী মানুষদের সাথে সংহতি জানিয়ে ছাত্র ইউনিয়নের সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি দীপক শীলের সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক লাভলী হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সহকারী সাধারণ সম্পাদক প্রীতম ফকির, ঢাকা মহানগর সংসদের সভাপতি শাহরিয়ার ইব্রাহিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের আহবায়ক আলিফ রায়হান, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাংস্কৃতিক সম্পাদক সুবেহ সাদিক ও অন্যন্য নেতৃবৃন্দ।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন,

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য পরেশ কর, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় সদস্য লাকী আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাবেরী গায়েন, কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রেসিডিয়াম সদস্য শ্যামল বিশ্বাস, ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা: ফজলুর রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ঢাকা মহানগর সংসদের সাংগঠনিক সম্পাদক মুশিকুল শিমুল, সাংবাদিক নেতা মঞ্জুরুল হাসান বুলবুল, সারা বাংলার প্রধান বার্তা সম্পাদক রহমান মোস্তাফিজ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রায়হান উদ্দীন এবং জাসদ ছাত্রলীগ (আম্বিয়া) সভাপতি গৌতম শীল।