শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

প্যালেস্টাইনের স্বাধীনতাকামী মানুষদের সাথে সংহতি ছাত্র ইউনিয়নের

প্যালেস্টাইনের স্বাধীনতাকামী মানুষদের সাথে সংহতি ছাত্র ইউনিয়নের

১৪ অক্টোবর, ২০২৩ বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী মানুষদের সাথে সংহতি জানিয়ে ছাত্র ইউনিয়নের সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি দীপক শীলের সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক লাভলী হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সহকারী সাধারণ সম্পাদক প্রীতম ফকির, ঢাকা মহানগর সংসদের সভাপতি শাহরিয়ার ইব্রাহিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের আহবায়ক আলিফ রায়হান, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাংস্কৃতিক সম্পাদক সুবেহ সাদিক ও অন্যন্য নেতৃবৃন্দ।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন,

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য পরেশ কর, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় সদস্য লাকী আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাবেরী গায়েন, কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রেসিডিয়াম সদস্য শ্যামল বিশ্বাস, ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা: ফজলুর রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ঢাকা মহানগর সংসদের সাংগঠনিক সম্পাদক মুশিকুল শিমুল, সাংবাদিক নেতা মঞ্জুরুল হাসান বুলবুল, সারা বাংলার প্রধান বার্তা সম্পাদক রহমান মোস্তাফিজ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রায়হান উদ্দীন এবং জাসদ ছাত্রলীগ (আম্বিয়া) সভাপতি গৌতম শীল।