শিরোনাম
মুক্তিযুদ্ধ, জাতীয় সংগীত ও সংবিধানের মূল ভিত্তির উপর আঘাতকারীদের ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান সিপিবির প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ'র স্মরণ সভা ছাত্র-জনতার অভ্যুত্থান’এ উত্তরার শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় সন্তানের নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন অভিভাবকবৃন্দের শোক সমাবেশ কোটা ব্যবস্থার সংস্কারের পাশাপাশি রাষ্ট্রের সংস্কারের দাবি ছাত্র ইউনিয়নের ‘‘স্থায়িত্বশীল নগরায়ন: সমস্যা ও সমাধান’’ বিষয়ক বাপা’র পুস্তিকা উম্মোচন ৬-৮ জুন ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলন ফার্মগেটের আনোয়ারা উদ্যান ফিরিয়ে দিতে ৩০ দিনের আল্টিমেটাম কর্মসংস্থানবান্ধব বাজেটের দাবিতে যুব ইউনিয়ন এর সেমিনার সিপিবি’র “বাজেট : গণমানুষের ভাবনা” শীর্ষক আলোচনা সভা

নেত্রকোণায় সিপিবির জনসভায় হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

নেত্রকোণায় সিপিবির জনসভায় হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

নেত্রকোণায় কমিউনিস্ট পার্টির জনসভায় পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ করেছে কমিউনিস্ট পার্টি।
রবিবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সহকারি সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী, জেলা কমিটির সদস্য ও পলাশবাড়ী উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আদিল নান্নু, জেলা কমিটির সংগঠক এমদাদুল হক মিলন প্রমুখ।
সমাবেশে বক্তারা নেত্রকোণায় শান্তিপূর্ণ জনসভায় পার্টির পার্টির কেন্দ্রীয় সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ শাহ আলম এর উপস্থিতিতে সরকারের লেলিয়ে দেয়া পুলিশ বাহিনী ও ছাত্রলীগের বর্বর হামলা তীব্র নিন্দা জানানো হয় এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। তারা বলেন, হামলা মামলা করে কমিউনিস্ট পার্টির চলমান আন্দোলন দমানো যাবে না এবং অপশাসন দীর্ঘায়িত করা যাবে না। পরে ডিবি রোডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।