শিরোনাম
কোটা ব্যবস্থার সংস্কারের পাশাপাশি রাষ্ট্রের সংস্কারের দাবি ছাত্র ইউনিয়নের ‘‘স্থায়িত্বশীল নগরায়ন: সমস্যা ও সমাধান’’ বিষয়ক বাপা’র পুস্তিকা উম্মোচন ৬-৮ জুন ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলন ফার্মগেটের আনোয়ারা উদ্যান ফিরিয়ে দিতে ৩০ দিনের আল্টিমেটাম কর্মসংস্থানবান্ধব বাজেটের দাবিতে যুব ইউনিয়ন এর সেমিনার সিপিবি’র “বাজেট : গণমানুষের ভাবনা” শীর্ষক আলোচনা সভা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি শ্রমিক শ্রেণীর অধিকার আদায় ও শোষণ মুক্তির সংগ্রাম বেগবান করুন তাপমাত্রা নিয়ন্ত্রণে বাপা’র ৮ দফা দাবী ১লা মে কিভাবে শ্রমিক দিবস হলো?

সমবেত কণ্ঠে নজরুলের "লৌহ কপাট" গাইলেন শিল্পীরা

সমবেত কণ্ঠে নজরুলের "লৌহ কপাট" গাইলেন শিল্পীরা

সমবেত কণ্ঠে "কারার ওই লৌহ কপাট" গান পরিবেশন করলেন বিভিন্ন সংগঠনের শিল্পীরা। ১৮ নভেম্বর ২০২৩ শনিবার বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র ও আমরা একাত্তর-এর উদ্যোগে সমবেত কণ্ঠে গানটি গাওয়া হয়।

ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের সুদীর্ঘ সংগ্রাম, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ আর লাখো শহীদের আত্মদানের আবেগের সাথে জড়িয়ে আছে যে অমর গান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত সেই "কারার ওই লৌহ কপাট" গানটিকে বিকৃত করার ধৃষ্টতা দেখিয়েছে ভারতের "পিপ্পা" চলচ্চিত্রের নির্মাতারা। তাদের এই কুকর্মের প্রতিবাদ জানানো এবং ওই চলচ্চিত্র থেকে বিকৃত গানটি বাদ দেয়ার দাবিতে সমবেত কণ্ঠে গান গাওয়ার এ উদ্যোগ নেয়া হয় ৷

ঢাকায় বিভিন্ন সংগঠনের শিল্পীরা একযোগে "কারার ওই লৌহ কপাট' গানটি পরিবেশন করা ছাড়াও, একইভাবে একই তারিখ একই স্থানীয় সময়ে কলকাতা, লন্ডনসহ বাঙালি অধ্যুষিত সব জায়গায় যাতে মূল গানটি গাওয়া হয়।