শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

সমবেত কণ্ঠে নজরুলের "লৌহ কপাট" গাইলেন শিল্পীরা

সমবেত কণ্ঠে নজরুলের "লৌহ কপাট" গাইলেন শিল্পীরা

সমবেত কণ্ঠে "কারার ওই লৌহ কপাট" গান পরিবেশন করলেন বিভিন্ন সংগঠনের শিল্পীরা। ১৮ নভেম্বর ২০২৩ শনিবার বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র ও আমরা একাত্তর-এর উদ্যোগে সমবেত কণ্ঠে গানটি গাওয়া হয়।

ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের সুদীর্ঘ সংগ্রাম, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ আর লাখো শহীদের আত্মদানের আবেগের সাথে জড়িয়ে আছে যে অমর গান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত সেই "কারার ওই লৌহ কপাট" গানটিকে বিকৃত করার ধৃষ্টতা দেখিয়েছে ভারতের "পিপ্পা" চলচ্চিত্রের নির্মাতারা। তাদের এই কুকর্মের প্রতিবাদ জানানো এবং ওই চলচ্চিত্র থেকে বিকৃত গানটি বাদ দেয়ার দাবিতে সমবেত কণ্ঠে গান গাওয়ার এ উদ্যোগ নেয়া হয় ৷

ঢাকায় বিভিন্ন সংগঠনের শিল্পীরা একযোগে "কারার ওই লৌহ কপাট' গানটি পরিবেশন করা ছাড়াও, একইভাবে একই তারিখ একই স্থানীয় সময়ে কলকাতা, লন্ডনসহ বাঙালি অধ্যুষিত সব জায়গায় যাতে মূল গানটি গাওয়া হয়।