শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে

জামালপুর ছাত্র কল্যাণ পরিষদের শিক্ষার্থী সহায়তা বুথ

জামালপুর ছাত্র কল্যাণ পরিষদের শিক্ষার্থী সহায়তা বুথ

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ শাখা জামালপুর ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য সহায়তা বুথ বসানো হয়েছে। শনিবার সকালে কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এই বুথের উদ্বোধন হয়।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে জামালপুর থেকে আগত অসংখ্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভোগান্তি লাঘবের জন্য এ বুথে বিনামূল্যে বিভিন্ন সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে—মেডিক্যাল সেবা, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, বিশুদ্ধ পানি, স্যালাইন, নাস্তা, কলম, ছাতা এবং অভিভাবকদের বসার জন্য আলাদা জায়গা।
সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুর বলেন, “আমাদের জেলা কল্যাণ পরিষদের মূল উদ্দেশ্য হলো সেবা দেওয়া। ভর্তির সময় শিক্ষার্থীরা যাতে কোনো প্রকার সমস্যায় না পড়ে, সেজন্য আমরা এই বুথ বসিয়েছি। পরীক্ষার্থীরা যেন পরীক্ষার দিন আতঙ্ক বা ভোগান্তির মধ্যে না পড়ে, সেটিই আমাদের লক্ষ্য।”

সভাপতি আসলাম জানান, “আমরা সামনে আরো ভালো উদ্যোগ নেব। শুধু ভর্তি পরীক্ষা নয়, ভবিষ্যতেও শিক্ষার্থীদের সহযোগিতার জন্য নানা সেবামূলক কর্মসূচি হাতে নেওয়া হবে।”
উপদেষ্টা সিরাজ অনুষ্ঠানে বলেন, “জামালপুর জেলা কল্যাণ পরিষদকে আরো এগিয়ে নিতে যা করা প্রয়োজন, আমরা প্রস্তুত। শিক্ষার্থীদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।”

উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। তারা জানান, “আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ মুহূর্তে জামালপুরের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। সামনে যেকোনো চ্যালেঞ্জে আমরা একসাথে কাজ করব।”

পরীক্ষায় অংশ নিতে আসা কয়েকজন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা এই উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, ঢাকায় এসে হঠাৎ করে নানা সমস্যায় পড়তে হয়। কিন্তু এ ধরনের বুথ থাকার কারণে স্বস্তি পাওয়া যায়। বিশেষ করে পানি, বিশ্রাম ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা অনেক সহায়ক হবে।

কবি নজরুল সরকারি কলেজ শাখা জামালপুর ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের ভবিষ্যতের স্বপ্ন পূরণে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। ভর্তি পরীক্ষার মতো জাতীয় গুরুত্বপূর্ণ সময়ে তারা সর্বদা শিক্ষার্থীদের পাশে থাকবে।