শিরোনাম
নটরডেম কলেজের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস ধ্রুব’র অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে

জামালপুর ছাত্র কল্যাণ পরিষদের শিক্ষার্থী সহায়তা বুথ

জামালপুর ছাত্র কল্যাণ পরিষদের শিক্ষার্থী সহায়তা বুথ

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ শাখা জামালপুর ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য সহায়তা বুথ বসানো হয়েছে। শনিবার সকালে কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এই বুথের উদ্বোধন হয়।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে জামালপুর থেকে আগত অসংখ্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভোগান্তি লাঘবের জন্য এ বুথে বিনামূল্যে বিভিন্ন সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে—মেডিক্যাল সেবা, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, বিশুদ্ধ পানি, স্যালাইন, নাস্তা, কলম, ছাতা এবং অভিভাবকদের বসার জন্য আলাদা জায়গা।
সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুর বলেন, “আমাদের জেলা কল্যাণ পরিষদের মূল উদ্দেশ্য হলো সেবা দেওয়া। ভর্তির সময় শিক্ষার্থীরা যাতে কোনো প্রকার সমস্যায় না পড়ে, সেজন্য আমরা এই বুথ বসিয়েছি। পরীক্ষার্থীরা যেন পরীক্ষার দিন আতঙ্ক বা ভোগান্তির মধ্যে না পড়ে, সেটিই আমাদের লক্ষ্য।”

সভাপতি আসলাম জানান, “আমরা সামনে আরো ভালো উদ্যোগ নেব। শুধু ভর্তি পরীক্ষা নয়, ভবিষ্যতেও শিক্ষার্থীদের সহযোগিতার জন্য নানা সেবামূলক কর্মসূচি হাতে নেওয়া হবে।”
উপদেষ্টা সিরাজ অনুষ্ঠানে বলেন, “জামালপুর জেলা কল্যাণ পরিষদকে আরো এগিয়ে নিতে যা করা প্রয়োজন, আমরা প্রস্তুত। শিক্ষার্থীদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।”

উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। তারা জানান, “আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ মুহূর্তে জামালপুরের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। সামনে যেকোনো চ্যালেঞ্জে আমরা একসাথে কাজ করব।”

পরীক্ষায় অংশ নিতে আসা কয়েকজন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা এই উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, ঢাকায় এসে হঠাৎ করে নানা সমস্যায় পড়তে হয়। কিন্তু এ ধরনের বুথ থাকার কারণে স্বস্তি পাওয়া যায়। বিশেষ করে পানি, বিশ্রাম ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা অনেক সহায়ক হবে।

কবি নজরুল সরকারি কলেজ শাখা জামালপুর ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের ভবিষ্যতের স্বপ্ন পূরণে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। ভর্তি পরীক্ষার মতো জাতীয় গুরুত্বপূর্ণ সময়ে তারা সর্বদা শিক্ষার্থীদের পাশে থাকবে।