শিরোনাম
নটরডেম কলেজের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস ধ্রুব’র অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি

“গণধর্ষণের হুমকি একাত্তরের উত্তরসূরীদের কাজ”—কবি নজরুল কলেজ ছাত্রদল নেতা"

"একাত্তরে পাকবাহিনী, আল বদর ও আল শামস যেভাবে নারীদের ওপর নির্যাতন চালিয়েছিল, আজ তাদের উত্তরসূরীরাই একই কাজের হুমকি দিচ্ছে”—এ মন্তব্য করেছেন কবি নজরুল সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি ইরফান আহমেদ ফাহিম।


“গণধর্ষণের হুমকি একাত্তরের উত্তরসূরীদের কাজ”—কবি নজরুল কলেজ ছাত্রদল নেতা"

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বিএম ফাহমিদা আলমকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নেত্রীদের হেনস্তার প্রতিবাদে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কবি নজরুল কলেজ শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে।
বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাহাদুরশাহ পার্ক প্রদক্ষিণ শেষে কলেজ ফটকে এসে সমাপ্ত হয়। পরে কলেজ শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গত সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আলী হুসেন ফেসবুকে পোস্ট দিয়ে ডাকসু নির্বাচনে বামজোটের প্রার্থী বিএম ফাহমিদা আলমকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দেন। ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।বিক্ষোভ মিছিল শেষে ফাহিম বলেন—“ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের হেনস্তা ও ধর্ষণের হুমকি দেশ, সমাজ ও ছাত্রসমাজের জন্য লজ্জাজনক এবং ভয়াবহ অশনিসংকেত। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীরা বারবার সাইবার বুলিং ও নির্যাতনের শিকার হচ্ছেন। জাতীয়তাবাদী ছাত্রদল এসব বর্বর ঘটনার বিরুদ্ধে সোচ্চার আছে, সোচ্চার থাকবে।”ইসলামি ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন—“একাত্তরের ভূমিকার জন্য তোমাদের উত্তরসূরীরা আজও ক্ষমা চায়নি। বাংলাদেশে রাজনীতি করতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিতে হবে, গুপ্ত রাজনীতি চলতে দেওয়া হবে না।”তিনি অভিযোগ করেন,“আমাদের খবর প্রকাশ হলে শিবির বট আইডি দিয়ে আক্রমণ চালায়। ৭১-এর পরাজিত শক্তি ও ২৪-এর পরাজিত শক্তি একসাথে ষড়যন্ত্র করছে। জাতীয়তাবাদী ছাত্রদল নারী নিপীড়নের বিরুদ্ধে সবসময় আন্দোলন চালিয়ে যাবে।”