শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

ডানপন্থী পশ্চাদপদ রাজনীতির সাথে সহাবস্থান নয়: ডাকসুর এজিএস প্রার্থী অদিতি ইসলাম

ডানপন্থী পশ্চাদপদ রাজনীতির সাথে সহাবস্থান নয়: ডাকসুর এজিএস প্রার্থী অদিতি ইসলাম

“যেই ডানপন্থী পশ্চাদপদ চিন্তা ধারণ করে, যেই ডানপন্থী রাজনীতি মনে করে নারীরা হচ্ছে পুরুষের অধীনস্থ কোনো বস্তু, যেই রাজনীতি মনে করে যারা গণহত্যা করবে কোনো রকম ক্ষমা ব্যতিরেকে এখনে আবারও একটি স্পেস পেয়ে যাবে—সেই ডানপন্থী রাজনীতির সাথে বামপন্থী রাজনীতির কোনো সহাবস্থান হতে পারে না।”

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র পায়রা চত্বরে আয়োজিত ডাকসু নির্বাচনী বিতর্ক ২০২৫–এ অংশ নিয়ে এ মন্তব্য করেন বামপন্থি ছাত্র সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ পরিষদের এজিএস পদপ্রার্থী অদিতি ইসলাম।

অদিতি ইসলাম আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ধ্বংসকারী যে ইউজিসি কৌশলপত্র, তা বাতিলের দাবি যদি না করা হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধান হবে না। তার ভাষায়, “ইউজিসির কৌশলপত্রের যে সুপারিশ সেখানে বলা আছে—পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারি বরাদ্দ ক্রমাগত কমাতে হবে, নিজস্ব অর্থায়নে সেটি চলতে হবে। বেতন-ফি বৃদ্ধি, আবাসিক ডাইনিং চার্জ বৃদ্ধি, বিশ্ববিদ্যালয় ব্যবহার করে বিভিন্ন বাণিজ্যিক কোর্স চালু করা এবং আগামী ২০ বছরে বিশ্ববিদ্যালয়ের সরকারি ব্যয় ২০ শতাংশ কমানো। এই যে বাজেটের প্রতিবছর গবেষণা কমে যায়—এর মূল কারণ হচ্ছে উচ্চশিক্ষা ধ্বংসকারী এই কৌশলপত্র।”

তিনি অভিযোগ করে বলেন, “ছাত্রদের উপর শিক্ষা ব্যয় বাড়ানোর পরিকল্পনাকারী ইউজিসির এই কৌশলপত্র নিয়ে কেউ কথা বলছে না। বরং নতুন নতুন প্রাইভেটাইজেশন প্রকল্প ঢুকানোর যে আইডিয়া তারা এই ডাকসুর মধ্য দিয়ে আনার চেষ্টা করছে।”

এই বিতর্কের আয়োজন করে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)। সার্বিক সহযোগিতায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়।